সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর ধরে অপেক্ষা করেছেন। অবশেষে ট্রফি জয়ের হাতছানি। খেতাবি লড়াইয়ে নামার আগে ফুটছে আরসিবি-পাঞ্জাব ভক্তকুল। লাখো ক্রিকেটপ্রেমীর স্বপ্নের ভার কাঁধে নিয়ে মাঠে নামবে দুই দল। কারা হবেন সেই স্বপ্নপূরণের কাণ্ডারি? একনজরে দেখে নেওয়া যাক আইপিএল ফাইনালে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে।
প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারেননি পাঞ্জাবের অন্যতম সেরা অস্ত্র যুজবেন্দ্র চাহাল। তবে পুরো ফিট না হয়েও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলেছিলেন। ফাইনালে (IPL 2025 final) তাঁকে পাওয়া যাবে বলেই আশা পাঞ্জাব শিবিরের। তবে চাহাল খেলবেন কিনা সেই নিয়ে বিস্তারিত অন্যদিকে চোট আতঙ্ক রয়েছে আরসিবিতেও। তাদের লোয়ার অর্ডারের স্তম্ভ টিম ডেভিড গত দু'টি ম্যাচে খেলতে পারেননি। ম্যাচের আগের দিন আরসিবি অধিনায়ক রজত পাতিদার জানান, এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ডেভিড। তিনি ফাইনালে খেলবেন, সেকথা জোর দিয়ে বলা যাচ্ছে না। একান্তই যদি ডেভিড না খেলতে পারেন তাহলে জঘন্য ফর্মে থাকা লিয়াম লিভিংস্টোনকে নামাবে আরসিবি।
মঙ্গলবার আহমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিক তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রিতে। আকাশ মূলত মেঘলা থাকবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টিও হতে পারে। যদি বৃষ্টি না হয় তাহলেও মেঘলা আবহাওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে বোলাররা। সেই বিষয়টি মাথায় রেখেই প্রথম একাদশ সাজাবে দুই দল।
আরসিবি সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, ময়ঙ্ক আগারওয়াল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন/টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড।
পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, জস ইংলিস, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমাতুল্লা ওমরজাই, কাইল জেমিসন, অর্শদীপ সিং, বিজয়কুমার বাইশাক।
