shono
Advertisement
Ravichandran Ashwin

নিজের ফাঁদেই পা! মানকড়িং থেকে কোনও মতে বাঁচলেন অশ্বিন

কী ঘটল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে? দেখুন ভিডিও।
Published By: Arpan DasPosted: 04:15 PM Jul 29, 2024Updated: 05:26 PM Jul 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। যদিও তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্কের ইতিহাসও। বিশেষ করে মানকড়িং আউট করে একাধিকবার প্রচারের আলোয় এসেছিলেন তিনি। এবার খোদ নিজেই পড়লেন নিজের ফাঁদে।

Advertisement

ঠিক সেই ঘটনাই ঘটল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL 2024)। 'গুরুমারা বিদ্যা'র থেকে কোনও মতে আউট হতে হতে বেঁচে গেলেন অশ্বিন। ম্যাচ চলছিল ডিন্ডিগাল ড্রাগনস এবং নেল্লাই রয়্যালসের মধ্যে। ঘটনাটি ঘটে ড্রাগনসের ব্যাটিংয়ের সময়। তখন নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন অশ্বিন। স্পিন বোলার মোহন প্রসাদ বল করতে এসে আচমকা থমকে যান। মানকড়িংয়ের মতো করে আউট করতে যান অশ্বিনকে। ক্রিজ থেকে অনেকটা এগিয়ে গেলেও ব্যাট লাইনের উপর ছিল বলেই সে যাত্রা বেঁচে যান ভারতীয় স্পিনার।

[আরও পড়ুন: বদলের সিন্ধুতে আস্থা প্রকাশ পাড়ুকোনের]

ঘটনা দেখে হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকাররা। এতদিন যে ধরনের আউটের জন্য সমালোচিত হতেন এবার সেই অশ্বিনকেই কিনা ফাঁদে ফেলার চেষ্টা করা হল। ওই মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে সম্প্রচারকারী চ্যানেল থেকে লেখা হয়েছে 'অশ্বিন যেন বলতে চাইছেন, তুমি যে স্কুলে পড়েছ, আমি সেই স্কুলের হেডমাস্টার'। কারণ, শেষ পর্যন্ত অশ্বিনকে আউট করতে পারেননি মোহন প্রসাদ।

[আরও পড়ুন: ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গলের সামনে এয়ারফোর্স, সমর্থকদের স্বপ্নপূরণ করাই লক্ষ্য কুয়াদ্রাতের]

এর আগে বেশ কয়েকবার মানকড়িং করেছেন অশ্বিন। আইপিএলে জস বাটলারকে আউট করেছিলেন তিনি। তবে সুযোগ পেয়েও একবার সতর্ক করে ছেড়ে দিয়েছেন অ্যারন ফিঞ্চকে। এমনকী ইংল্যান্ডের চার্লি ডিনকে আউট করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের মহিলা দলের ক্রিকেটার দীপ্তি শর্মা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫০০ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
  • যদিও তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বিতর্কের ইতিহাস।
  • বিশেষ করে মানকড়িং আউট করে একাধিকবার প্রচারের আলোয় এসেছিলেন তিনি।
Advertisement