shono
Advertisement
Ravichandran Ashwin

'ভারতীয় ক্রিকেটে তারকা প্রথা বন্ধ হওয়া উচিত', বিরাট-রোহিতদের নাম করে 'খোঁচা' অশ্বিনের

তারকা প্রথা বন্ধ করার ব্যাপারে সওয়াল করেছেন কোচ গৌতম গম্ভীরও।
Published By: Subhajit MandalPosted: 11:14 AM Feb 16, 2025Updated: 11:14 AM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে 'তারকা সংস্কৃতি'-র তীব্র নিন্দা করলেন সদ্য অবসর নেওয়া ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বক্তব্য, দ্রুত এই সংস্কৃতি বন্ধ করা হোক। পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন।

Advertisement

ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই তারকা সংস্কৃতি চলার অভিযোগ রয়েছে। এই সংস্কৃতি বন্ধ করার ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করেছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। গম্ভীরের সুরে সুর মিলিয়ে অশ্বিন নিজস্ব ইউটিউব চ্যানেলে বলেছেন, "আমাদের এই বিষয়গুলি দ্রুত স্বাভাবিক করা প্রয়োজন। দলে কখনও তারকা সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। উন্নতি করতে হলে, এই বিষয়গুলিতে নজর দিতে হবে। মাথায় রাখতে হবে আমরা ক্রিকেটার। আমরা কেউ অভিনেতা বা মহাতারকা নই। আমরা ক্রীড়াবিদ। এমনভাবে নিজেদের প্রতিস্থাপিত করতে হবে যাতে সাধারণ মানুষ আমাদের সঙ্গে সহজেই তুলনা করতে পারেন।"

বিরাট কোহলি-রোহিত শর্মাদের নাম করে অশ্বিনের বক্তব্য, "বিরাট কোহলি বা রোহিত শর্মা, যারা ক্রিকেটে এতকিছু অর্জন করে ফেলেছে, ওরা যদি নতুন করে আরও একটা সেঞ্চুরি করে, তাহলে সেটা আর তাঁদের সাফল্য নয়। বরং সেটাই তাঁদের নিত্যনৈমিত্তিক কাজ। সেভাবেই ভাবা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত এইসব ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে আরও বড় সাফল্য।"

বস্তুত জাতীয় দলের হয়ে প্রায় দেড় দশক খেলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অশ্বিন। টেস্ট ক্রিকেটে দেশের সর্বকালের সেরা ম্যাচ উইনারদের মধ্যে গণ্য হলেও বিরাট কোহলি বা রোহিত শর্মাদের মতো মহাতারকার সম্মান তিনি পাননি বা প্রত্যাশাও করেননি। এবার অশ্বিন বলছেন, এই তারকা পুজো পুরোপুরিই বন্ধ হওয়া উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ক্রিকেটে 'তারকা সংস্কৃতি'-র তীব্র নিন্দা করলেন সদ্য অবসর নেওয়া ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
  • তাঁর বক্তব্য, দ্রুত এই সংস্কৃতি বন্ধ করা হোক। পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন।
  • ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই তারকা সংস্কৃতি চলার অভিযোগ রয়েছে।
Advertisement