সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম বাঙালি হিসাবে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ। এবার নতুন ময়দানে নতুন ইনিংস শুরু করলেন রিচা ঘোষ। রাজ্য পুলিশের ডিএসপি হিসাবে বুধবার থেকে দায়িত্ব নিলেন শিলিগুড়ির তারকা উইকেটকিপার-ব্যাটার। রিচাকে নতুন দায়িত্বে স্বাগত জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
ছবি: সংগৃহীত
দেশের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রিচা। কঠিন সময়ে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে রিচার ক্যামিও অনেকটা চাপ কমিয়ে দিয়েছিল ভারতের উপর থেকে। তাঁর সেই পারফরম্যান্স পূর্ণতা পেয়েছে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। মহাসমারোহে ঘরের মেয়েকে বরণ কর নিয়েছে শিলিগুড়ি। একের পর এক সংবর্ধনা পেয়েছেন আগ্রাসী ব্যাটার।
ছবি: সংগৃহীত
ইডেন গার্ডেন্সে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। সেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজয়ের ঠিক একমাস পরেই পুলিশ আধিকারিক হিসাবে নতুন কেরিয়ার শুরু করলেন রিচা। বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি। আপাতত তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের ACP পদে নিযুক্ত করা হয়েছে। রিচাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
ছবি: সংগৃহীত
উল্লেখ্য, রিচা ঘোষের নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে চাঁদমনি টি এস্টেট আগেই চাঁদমনি টাউনশিপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এখানে একাধিক শিল্প হয়েছে। এবার সেখানকারই ২৭ একর জমিতে তৈরি হবে রিচার নামে স্টেডিয়াম। কবে থেকে কাজ শুরু, কতদিনে তা তৈরি হবে, সেসব বিস্তারিত অবশ্য এখনও জানা যায়নি। উত্তরবঙ্গ থেকে আরও ক্রিকেট প্রতিভা তুলে আনতে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী মমতা।
