সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক, মেন্টর, ডিরেক্টর অব ক্রিকেট, বিসিসিআই প্রেসিডেন্ট-সব ভূমিকাতেই সাফল্য পেয়েছেন। কিন্তু হেডকোচ হিসাবে তাঁর সূচনাটা একেবারেই সুখের হল না। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের শুরুতেই পরপর দুই ম্যাচে হারল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচিংয়ে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালস। শনিবারের পর সোমবারেও হারল সৌরভের দল।
শনিবার প্রথম ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালস হারে জো ‘বার্গ সুপার কিংসের কাছে। যদিও টিম নিয়ে আশাবাদী ছিলেন মহারাজ। কারণ আন্দ্রে রাসেল প্রথম দু’টো ম্যাচে নেই। তিনি আপাতত ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ খেলছেন। রাসেল দু’টো ম্যাচ পর দলের সঙ্গে যোগ দিলে টিম আরও শক্তিশালী হবে বলেই মত সৌরভের। কিন্তু দ্বিতীয় ম্যাচেও কপাল খুলল না প্রিটোরিয়ার। ৪৮ রানের বিরাট ব্যবধানে হারল কেশব মহারাজের নেতৃত্বাধীন দল।
সোমবার প্রিটোরিয়ার প্রতিপক্ষ ছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। প্রথমে ব্যাট করতে নেমে ইস্টার্ন কেপের হয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেন কুইন্টন ডি'কক। মাত্র ৪৭ বলে ৭৭ রান করেন তিনি। তিন নম্বরে নেমে ম্যাথিউ ব্রেটস্কি ৩৩ বলে করেন ৫২ রান। শেষবেলায় জর্ডান হারম্যানের ২০ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে ১৮৮ রান তোলে ইস্টার্ন কেপ।
খুব কঠিন টার্গেট না থাকলেও রান তাড়ার শুরু থেকেই সমস্যায় পড়ে প্রিটোরিয়া। মার্কো জানসেন-অ্যাডাম মিলনেরা ইনিংসের শুরুতে উইকেট তুলে নেন। 'বেবি এবি' ডেওয়াল্ড ব্রেভিসও বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন। একাই চার উইকেট তুলে নিয়ে প্রিটোরিয়া ইনিংসকে গুঁড়িয়ে দেন মিলনে। শেষ পর্যন্ত ৪৮ রানে হারে প্রিটোরিয়া। আপাতত পয়েন্ট টেবিলে ৬ দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন কেশব মহারাজরা। গত দুই মরশুমে প্লে অফে যেতে পারেনি প্রিটোরিয়া। এবারও কি সেই ব্যর্থতা তাড়া করবে সৌরভের দলকে?
