সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে রাখা যাবে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। ইতিমধ্যেই কেকেআর-কে নির্দেশ দিয়েছে বিসিসিআই। কিন্তু এমন নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। সোশাল মিডিয়ায় লিখেছেন, 'আমরা কাকে শাস্তি দিচ্ছি? একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে।'
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টির সঙ্গে ক্রিকেটকে মেশাতে চান না কংগ্রেস সাংসদ। মুস্তাফিজুরকে কেকেআরে খেলানো নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর থারুর লেখেন, 'এই বিষয়ে আমার আগের মতামতগুলো স্মরণ করছি। বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্সকে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। যা খুবই দুঃখজনক। যদি এখানে লিটন দাস বা সৌম্য সরকারের মতো বাংলাদেশি ক্রিকেটাররা থাকতেন? তাহলেও কি একই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতেন? আমরা কাকে শাস্তি দিচ্ছি? একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? খেলার এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাবে?'
এর আগে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছিলেন, “বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনও মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার। এই সবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারও বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি। কাউকে আক্রমণ করেনি। কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। তাতে আখেরে ক্ষতিই হবে। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত।”
উল্লেখ্য, ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীদের একাংশ। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি হিন্দুত্ববাদী দলগুলিরও। এমনকী নাইট মালিক শাহরুখ খানের জিভ কেটে আনার নিদান দিয়েছিলেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোর! এনে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।
কেবল থারুর নয়, বিসিসিআইয়ের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রাশিদিও। তিনি বলেন, "বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলামের আগেই নেওয়া উচিত ছিল। কারণ বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল প্রত্যেকে। এমন সিদ্ধান্ত বিভাজনের দৃষ্টিভঙ্গিতে নেওয়া হয়েছে। শাহরুখ খানের কোনও ভুল নেই। কারণ তিনি বিসিসিআইয়ের নিয়মকানুন মেনেই খেলোয়াড়কে কিনেছেন।"
