সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমাইমার গিটারের তারেই বাঁধা ভারত-গৌরব। থুড়ি, গিটার নয়, তাঁর ব্যাট। অবশ্য জেমাইমা রদ্রিগেজ ব্যাটে যেমন ঝড় তুলতে পারেন, তেমনই সেই ব্যাটটাকে গিটারের মতো করে সেলিব্রেশন করেন। যেমন করলেন বিশ্বকাপ সেমিফাইনালে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে হারানোর পর। বাস্তবেও খুব ভালো গিটার বাজান। এবার সম্ভবত গিটার বাজানোর এক সঙ্গীও পেতে চলেছেন জেমাইমা। সেই সঙ্গীর নাম সুনীল গাভাসকর।
এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সানি-জেমি জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে আবার এই জুটিকে মঞ্চে দেখা যাবে। সেরকমই কথা দিয়েছেন গাভাসকর। অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারিয়েছে ভারত। সেখানে ১২৭ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জেমাইমা।
বীরাঙ্গনার সেই কীর্তি দেখে গাভাসকর বলছেন, "যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। কয়েক বছর আগে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার গান করেছিলাম। একটা ব্যান্ড গান গাইছিল, আমরা ঠিক করি ওদের সঙ্গে গান করব। জেমাইমা গিটার বাজাচ্ছিল আর আমার আমি এই গলা নিয়ে গান গাইছিলাম। যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে আবার সেটা করতে চাই। যদি ও আমার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে গানবাজনা করতে রাজি হয়, তাহলে আমিও রাজি।"
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল। সেখানেও কি জেমাইমার ব্যাটে ঝড় উঠবে? অপেক্ষায় দেশবাসী। তারপরই জেমি-সানি জুটির মঞ্চ মাতানো অনুষ্ঠান? সেটাও কম আকর্ষণীয় হবে না।
