পন্ডিচেরি ১৭৭/৫ (আমন খান ৭৪, মহম্মদ শামি ৩/৩৪)
বাংলা ৯৬/১০ (করন লাল ৪০)
পন্ডিচেরি ৮১ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযানের শুরুটা দুর্দান্ত করেও সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের মাঝপথে খেই হারাচ্ছে বাংলা। সৌজন্যে পণ্ডিচেরির বিরুদ্ধে বিশ্রী হার। ব্যাটিং বিপর্যয়ের জেরে ৮১ রানের বিরাট ব্যবধানে হারল বাংলা দল।
শনিবার সকালে হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরুটা খুব একটা খারাপ হয়নি। মহম্মদ শামি চলতি টুর্নামেন্টে দারুণ ফর্মে। শনিবারও তিনি ৩টি উইকেট তুললেন। ৩টিই পণ্ডিচেরির টপ অর্ডারের। কিন্তু শামির ৩ উইকেট ও ঋত্তিক চট্টোপাধ্যায়ের ২ উইকেট সত্তেও পণ্ডিচেরি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তুলে দেয়। ৪০ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক আমন খান। যশবন্ত শ্রীরামও ৩৪ বলে ৪০ রানের ভালো ইনিংস খেলেন।
জবাবে শুরুটা খুব খারাপ হয়নি বাংলারও। মাত্র ৪ ওভারে ৪৪ রানে পৌঁছে যায় বাংলা দল। কিন্তু তারপর থেকেই শুরু বিপর্যয়। চতুর্থ ওভারের শেষ বলে ১১ রান করে আউট হন অভিষেক পোড়েল। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং বিভাগ। একা করণ লাল ২৩ বলে ৪০ রান ছাড়া আর কেউ পাতে দেওয়ার মতো ইনিংস খেলতে পারেননি। বাংলার শেষ আট ব্যাটার আউট হন সিঙ্গল ডিজিটে। শেষমেশ ১০০ রানেও পৌছতে পারেনি বাংলা। হার ৮১ রানে। একা জয়ন্ত যাদব পান ৪ উইকেট।
বিরাট ব্যবধানে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউটে ওঠার অঙ্ক কঠিন হয়ে গেল বাংলার জন্য। নকআউটে যেতে হলে লিগের শেষ ম্যাচে হরিয়ানাকে হারাতেই হবে। অবশ্য নেট রান রেটের কোনও ব্যাপার থাকছে না। বাংলা-হরিয়ানা ম্যাচটাই যে জিতবে সেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে।
