shono
Advertisement
Shubman Gill

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই 'রো-কো'র ভাগ্য নির্ধারণ! শুভমানের মন্তব্যে জোর জল্পনা

রোহিত-বিরাটকে কি ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে?
Published By: Prasenjit DuttaPosted: 03:59 PM Oct 26, 2025Updated: 03:59 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই মহারথীর চওড়া ব্যাটে অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ বাঁচিয়েছে টিম ইন্ডিয়া। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যতই ভালো ব্যাট করুক না কেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছেই। 'রো-কো'র ভবিষ্যৎ সম্পর্কে মুখ খুলেছেন ভারত অধিনায়ক শুভমান গিল।

Advertisement

সিডনিতে ম্যাচ জিতে গিল বলেন, "এই বিষয়ে এখনও পর্যন্ত আলোচনা হয়নি। সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। সেই সিরিজের পর রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা। তবে দুই সিরিজের মাঝে অনেকটাই ব্যবধান থাকবে। সেই সময় আমরা দেখব ক্রিকেটারদের সঙ্গে কীভাবে যোগাযোগ রাখা যায়। তখনই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে।"

দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড মিলিয়ে মাত্র ছ'টি ওয়ানডে খেলবে ভারত। ৩০ নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবেন রোহিত, বিরাটরা। পরের দু'টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর। এরপর ১১ জানুয়ারি থেকে শুরু কিউয়িদের বিরুদ্ধে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৪ এবং ১৮ জানুয়ারি। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজের মধ্যে ৭ সপ্তাহ ব্যবধান থাকবে।

অন্যদিকে, ২৪ ডিসেম্বর থেকে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই ঘরোয়া প্রতিযোগিতা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। আশা করা যাচ্ছে, দুই আন্তর্জাতিক সিরিজের ব্যবধানে বিরাট-রোহিত দু'জনেই খেলবেন। কারণ কিউয়িদের বিরুদ্ধে নামার আগে বিরাট, রোহিতরা ৭টি ঘরোয়া ওয়ানডে পেয়ে যাচ্ছেন। বিজয় হাজারেতে অংশ নিলে দুই মহারথীই ম্যাচের মধ্যে থাকবেন।

তবে বিরাট, রোহিতের দুর্দান্ত ব্যাটিং দেখে মুগ্ধ শুভমান। তিনি বলেন, "ওরা তো গত ১৫ বছর ধরে এই কাজটাই করে আসছেন। ওদের এভাবে খেলতে দেখা এবং দলকে অপরাজিত অবস্থায় জয় এনে দিতে দেখা সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। একজন অধিনায়ক হিসাবে বাইরে থেকে খেলা দেখতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে যখন দুই গ্রেট প্লেয়ার ম্যাচ জেতাচ্ছেন। ওদের ব্যাট স্পর্শ করে বল উড়ে যাওয়ার দৃশ্য দেখতে বোঝানো যাবে না যে, কতটা ভালো লাগে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই মহারথীর চওড়া ব্যাটে অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ বাঁচিয়েছে টিম ইন্ডিয়া।
  • তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যতই ভালো ব্যাট করুক না কেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছেই।
  • 'রো-কো'র ভবিষ্যৎ সম্পর্কে মুখ খুলেছেন ভারত অধিনায়ক শুভমান গিল।
Advertisement