সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন সাইটে নাম লিখিয়েছেন বিরাট কোহলির সতীর্থ! আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছিলেন তিনি। তাঁর নাম টাইমাল মিলস। ইংল্যান্ড এবং সাসেক্সের পেসার ছিলেন তিনি। ডেথ ওভারে বোলিংয়ে বিশেষ দক্ষতার জন্য তিনি পরিচিতি পেয়েছিলেন। মিলস কেবল অ্যাডাল্ট সাইটে নামই লেখাননি, একই সঙ্গে তিনি সেই সাইটের লোগোও ব্যাটে ব্যবহার করেছেন।
২০২২ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মিলস। তাঁর এহেন কাণ্ডে অস্বস্তিতে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এই ঘটনায় কড়া পদক্ষেপও নিয়েছে ইসিবি। ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতায় অ্যাডাল্ট সাইটের (ওনলিফ্যানস) প্রভাবমুক্ত রাখতে পদক্ষেপ নিয়েছে ইসিবি। মিলসকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট সাইটের কোনও লোগো ব্যাটে বা অন্য কোনও সরঞ্জামে ব্যবহার করা যাবে না। কিন্তু প্রশ্ন হল মিলস কি বাড়তি রোজগারের আশায় অ্যাডাল্ট সাইটে অ্যাকাউন্ট খুলেছেন?
মিলসের কথায়, "নিজের ভালোলাগাগুলোকে নতুনভাবে তুলে ধরতে চাই। আসলে পেশাদার ক্রিকেটারের জীবন কেমন হয়, তা জানানোই লক্ষ্য। এই সাইট সম্পূর্ণ নিরাপদ। সেই কারণে মাধ্যম হিসেবে এই সাইটকে বেছে নিয়েছি।" উল্লেখ্য, প্রাপ্তবয়স্কদের জন্য এই সাইটের ছবি বা ভিডিও যে কেউ দেখতে পায় না। তা দেখার জন্য করতে হয় সাবস্ক্রাইব।
উল্লেখ্য, বাঁ-হাতি এই পেসার দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন। ৩২ ম্যাচে ৪৬ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি। চলতি মরশুমে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিপক্ষে ৩টি উইকেট শিকার করে দুর্দান্ত শুরু করেন। এহেন মিলস ইংল্যান্ডের হয়ে ১৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন তিনি।
