shono
Advertisement
Retired Out

১০ ব্যাটারের রিটায়ার্ড আউট, সব মিলিয়ে শূন্য রান ১৭ জনের, অভিনব ঘটনা ক্রিকেট ইতিহাসে!

প্রতিপক্ষ অলআউট হয়ে গেলেও কোনও বোলার একটা উইকেট পাননি। এটাও অভিনব ঘটনা।
Published By: Arpan DasPosted: 01:46 PM May 11, 2025Updated: 01:46 PM May 11, 2025

স্টাফ রিপোর্টার: 'রিটায়ার্ড আউট' নিয়ে ঝড় উঠেছে এবারের আইপিএলে। তিলক ভার্মা, ডেভন কনওয়েকে এভাবে ডেকে নেওয়া নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর।

Advertisement

কিন্তু এবার একই ম্যাচে দেখা গেল দশ-দশটা রিটায়ার্ড আউট। একটা-দু'টো নয়, দশটা! তাও আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে, আইসিসি-র আসরে। শনিবার ব্যাঙ্ককে মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহী মুখোমুখি হয় কাতারের। সেখানে এমনই কাণ্ড করেছে আমিরশাহী। দলের দুই ওপেনার মিলে ১৬ ওভারে তোলেন ১৯২। এষা ওজা ৫৫ বলে করেন ১১৩, তীর্থা সতীশ ৭৪।

এরপরই তাঁদের মনে হয়, কাতারের বিরুদ্ধে জয়ের জন্য এই রানটাই যথেষ্ট। তাছাড়া বৃষ্টির সম্ভাবনাও ছিল। এই পরিস্থিতিতে কী করণীয়? টি-টোয়েন্টিতে তো আর ডিক্লেয়ার দেওয়া যায় না! তাই পরপর রিটায়ার্ড আউট হয়ে যান দশ ব্যাটার, ইতিহাসে প্রথমবার। এক এক করে ব্যাটার ক্রিজে খেলেন, রিটায়ার্ড আউট ঘোষণা করে আবার ডাগ আউটে ফিরে এলেন। প্রতিপক্ষ অলআউট হয়ে গেলেও কোনও বোলার একটা উইকেট পাননি, সেটাও অভিনব ঘটনা ক্রিকেট ইতিহাসে!

অবশ্য আমিরশাহীর ভাবনা যে ভুল ছিল না, প্রমাণ করে দেয় কাতার। মাত্র ২৯ রানে গুটিয়ে যায় তারা। শূন্য রানে ফেরেন তাঁদের সাত ব্যাটার। ম্যাচে সব মিলিয়ে শূন্য করলেন ১৭ ব্যাটার! আমিরশাহী ম্যাচ জেতে ১৬৩ রানে। বল হাতেও ম্যাজিক দেখান এষা। এক ওভার বল করেন। মাত্র এক রান দেন, তুলে নেন একটি উইকেটও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একই ম্যাচে দেখা গেল দশ-দশটা রিটায়ার্ড আউট।
  • একটা-দু'টো নয়, দশটা! তাও আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে, আইসিসি-র আসরে।
  • শনিবার ব্যাঙ্ককে মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সংযুক্ত আরব আমিরশাহী মুখোমুখি হয় কাতারের।
Advertisement