shono
Advertisement
Virat Kohli retirement

কথা হয়নি বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে, অবসরের আগে শাস্ত্রীর পরামর্শ নেন বিরাট?

অবসরের আগে বিরাটের সঙ্গে  আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার বৈঠকের কথা ছিল।
Published By: Subhajit MandalPosted: 07:00 PM May 13, 2025Updated: 07:01 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের আগে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও, সেই বৈঠক হয়নি। বরং অবসরের আগে নিজের 'গুরু', 'ফিলোজাফার' এবং 'গাইড' রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরাট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

Advertisement

ওই রিপোর্টে বলা হয়েছে, অবসরের আগে বিরাটের সঙ্গে  আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার বৈঠকের কথা ছিল। আসলে বিরাট অনেকদিন আগেই টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেটা সম্ভবত নিজের ফর্ম, বোর্ডের কঠোর পরিবার নীতি এবং কোচ গম্ভীরের আগমনের জেরে। তবে ইংল্যান্ড সিরিজে বিরাটকে সম্ভবত খেলাতে চাইছিল বিসিসিআই। খোদ আইসিসি চেয়ারম্যান তথা প্রাক্তন বোর্ড সচিব জয় শাহ বিরাটের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এমনকী বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। ফলে প্রস্তাবিত ওই বৈঠকগুলি আদৌ হয়েছে কিনা, সেটা স্পষ্ট নয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই রিপোর্টেই বলা হয়েছে, বোর্ড কর্তাদের সঙ্গে সেভাবে আলোচনা না হলেও অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরাট। বিরাটের সঙ্গে শাস্ত্রীর সম্পর্কের রসায়ন সকলের জানা। ভারতীয় দলের কোচ থাকাকালীন শাস্ত্রীর সঙ্গে বিরাটের বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ক্রিকেট মাঠে বিরাটের আগ্রাসনের অন্যতম পৃষ্ঠপোষকও তিনিই। শাস্ত্রীকেই ক্রিকেট মহলে সবচেয়ে বেশি ভরসা করেন কোহলি। সেকারণেই তাঁর সঙ্গে কথা। কিন্তু রবি শাস্ত্রী-কোহলিকে ঠিক কী বলেছিলেন, সেটা অবশ্য জানা যায়নি।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র বলছে, কোহলি অবসরের সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিয়েছেন। আকস্মিক সিদ্ধান্ত নয়। বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা হলেও তিনি সিদ্ধান্ত বদলাতেন না। তবে ইংল্যান্ড সিরিজটি খেলার একটা সম্ভাবনা তৈরি হত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবসরের আগে বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও, সেই বৈঠক হয়নি।
  • অবসরের আগে নিজের 'গুরু', 'ফিলোজাফার' এবং 'গাইড' রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরাট।
  • এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
Advertisement