shono
Advertisement
Virat Kohli

ছ'বছর আগেই আরসিবি'র নেতৃত্ব হারাতেন কোহলি! গোপন তথ্য ফাঁস প্রাক্তন ক্রিকেটারের

কোহলির জায়গায় ক্যাপ্টেন হিসেবে কাকে ভাবা হয়েছিল?
Published By: Prasenjit DuttaPosted: 02:46 PM Jul 29, 2025Updated: 02:46 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটা সমার্থক। ২০১৩ থেকে ২০২১ সাল, ন'বছর আরসিবি'র নেতৃত্বে ছিলেন কোহলি। ২০২১ সালে নেতৃত্ব ছাড়ার পর বিরাটের জায়গায় আরসিবি'র অধিনায়কত্বে আসেন ফাফ ডু প্লেসিস। কিন্তু এর অনেক আগেই নেতৃত্ব হারাতে বসেছিলেন কোহলি। এমনই গোপন তথ্য ফাঁস করেছেন বিরাটের এক সময়কার সতীর্থ মইন আলি।

Advertisement

কোহলির নেতৃত্ব যেতে পারত ২০১৯-২০ সালে। তাঁর জায়গায় নেতৃত্বের দৌড়ে ছিলেন কে? সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মইন বলেন, "কোচ হিসেবে কার্স্টেনের সেটা ছিল দ্বিতীয় বছর। মনে আছে, পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ছিল পার্থিব প্যাটেল। ওর ক্রিকেট মস্তিষ্ক খুবই প্রখর ছিল। সেই কারণেই ওর নাম ভাবনায় ছিল। এই বিষয় নিয়ে দলে আলোচনাও হত।"

কিন্তু তা সত্ত্বেও নেতৃত্ব যায়নি বিরাটের। ঠিক কোন কারণে এমন ঘটেছিল? সঠিক কারণ জানেন না ইংল্যান্ডের এই ক্রিকেটার। তাঁর সংযোজন, "পরে কী ঘটেছিল, সেটা সত্যিই জানা নেই। কোহলিকে কেন নেতৃত্বে রেখে দেওয়া হল, সেই উত্তর আমার জানা নেই। আমি কেবল এটুকু বলতে পারি, কোহলিকে সরানো নিয়ে সেই সময় অনেক আলোচনা হয়েছিল।"

গত আইপিএলে কোহলিকে আবার অধিনায়ক হিসেবে দেখা যাবে, এমন জল্পনা ছিল। তবে, রজত পাতিদারকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বে প্রথমবার আইপিএল শিরোপা জেতে আরসিবি। বেঙ্গালুরুকে ট্রফি জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিরাট কোহলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটা সমার্থক।
  • ২০১৩ থেকে ২০২১ সাল, ন'বছর আরসিবি'র নেতৃত্বে ছিলেন কোহলি।
  • কিন্তু এর অনেক আগেই নেতৃত্ব হারাতে বসেছিলেন কোহলি।
Advertisement