shono
Advertisement

ডিভিশন বেঞ্চেও থমকাল বিজেপির রথ, মিলল না অনুমতি

সিঙ্গল বেঞ্চের রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। The post ডিভিশন বেঞ্চেও থমকাল বিজেপির রথ, মিলল না অনুমতি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM Dec 07, 2018Updated: 06:15 PM Dec 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও রথযাত্রার অনুমতি পেল না রাজ্য বিজেপি। বরং, প্রশাসনের কোর্টেই বল ঠেলে দিলেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। শুক্রবার শেষবেলায় উচ্চ আদালত জানাল, আগামী ১২ ডিসেম্বরের মধ্যে রাজ্য প্রশাসনের তিন শীর্ষ আধিকারিক অর্থাৎ মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করতে হবে রাজ্য বিজেপির তিন প্রতিনিধিকে। সেই বৈঠকেই রথযাত্রার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে উভয়পক্ষকে। এমনকী, বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর রায়ের কোনও গ্রহণযোগ্যতা নেই বলেও জানিয়ে দিল ডিভিশন বেঞ্চের বিচারপতিরা।

Advertisement

[মেডিক্যাল কলেজের আউটডোরে ভেঙে পড়ল চাঙড়, আহত ৪]

আদালত সূত্রে খবর, এদিনের শুনানির শুরু থেকেই বিচারপতিদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে ওঠেন রাজ্যের এজি বা অ্যাডভোকেট জেনারেল। ৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর একমাস সময় পেলেও কেন বিজেপির অনুমতিপত্রের উত্তর দেয়নি রাজ্য সরকার? কেন তাঁদের অসুবিধার কথা বিজেপিকে জানায়নি রাজ্য় সরকার? এদিন প্রথমেই এজিকে সেই প্রশ্ন করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। জানা গিয়েছে, সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি এজি। এরপরই রাজ্যের কাজে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তিনি বলেন, “একমাস আপনারা কি শীতঘুমে ছিলেন?” এক গোয়েন্দা রিপোর্টকে হাতিয়ার করে বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে সওয়াল-জবাব করেছিল রাজ্য সরকার। সেই গোয়েন্দা রিপোর্টের উপরেও এদিন নিজস্ব মতামত দিয়েছেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তিনি জানান, কেবলমাত্র আশঙ্কার ভিত্তিতে কোনও রাজনৈতিক দলের কর্মসূচি বাতিল করা উচিত নয়। এজিকে বিচারপতিরা প্রশ্ন করেন, কেন তাঁদের এই আশঙ্কার কথা বিজেপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হল না? 

[বেহালায় তরুণীকে পিষে দিল তেলের ট্যাঙ্কার, এলাকায় চাঞ্চল্য]

বৃহস্পতিবারের রায়ে ৯ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এদিনের শুনানিতে সিঙ্গল বেঞ্চের সেই রায় সংশোধন করেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা। সিঙ্গল বেঞ্চের রায়ের কোনও গ্রহণযোগ্যতা নেই বলেও জানান তাঁরা। শুক্রবার রায়দানের সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা জানান, ১২ ডিসেম্বরের মধ্যে যে বৈঠক করতে বলা হয়েছে রাজ্য প্রশাসন ও বিজেপির প্রতিনিধিদের, সেখানে রথযাত্রার বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে হবে। উভয়পক্ষকে নিজেদের সুবিধা-অসুবিধার কথা পরস্পরকে জানাতে হবে। তারপর সেই বৈঠকের ফলাফল ১৪ ডিসেম্বর আদালতকে জানাতে হবে। যদিও, শুক্রবার ডিভিশন বেঞ্চের এই রায়কে তাঁদের নৈতিক জয় বলেই মনে করছে রাজ্য বিজেপি। এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

The post ডিভিশন বেঞ্চেও থমকাল বিজেপির রথ, মিলল না অনুমতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement