shono
Advertisement

টুইটারের পর এবার দেবাংশুকে কিনতে চান এলন মাস্ক! কী প্রতিক্রিয়া যুব তৃণমূল নেতার

টুইটার কেনার পর থেকেই নেটিজেনরা নানা আবদার করছেন মাস্কের কাছে।
Posted: 09:46 AM May 06, 2022Updated: 10:00 AM May 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েই মার্কিন ধনকুবের তথা টেসলা (TESLA) কর্তা এলন মাস্ক ট্রোলের মুখে পড়েছিলেন। নেটিজেনরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, দেনায় ডুবে থাকা বিপদগ্রস্ত শ্রীলঙ্কাকে উদ্ধার করতে এগিয়ে আসুন মাস্ক। সেসব পর্যায় পেরিয়ে অবশ্য শেষমেশ টুইটারের মালিক হয়েছেন টেসলা কর্তা। তারপরও নেটদুনিয়ায় এসব নিয়ে চর্চা জারি। ক্রিকেটার শুভমন গিল তাঁর কাছে আবেদন জানিয়েছিলেন, ‘এবার সুইগি কিনে নিন।’ এর জন্য অবশ্য শুভমনকেও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। তবে মাস্কের সাম্প্রতিকতম টুইটটি আরও একপ্রস্ত চর্চার বিষয় হয়ে উঠেছে। সেখানে তিনি লিখেছেন – এবার তিনি দেবাংশুকে কিনতে চান! মাস্কের নজর পড়েছে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যর (Debangshu Bhattacharya) দিকে! যদিও মাস্কের এহেন টুইট পুরোপুরি মিম (Meme)। তা’বলে চর্চার তো কমতি নেই কিছু।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় মাস্কের এহেন টুইট দেখে আবার দেবাংশুও নাকি জবাব দিয়েছেন। পেজটি ফলো করলে দেখা যাচ্ছে, দেবাংশুর উত্তর – ”টেসলার দরজার সামনে শুতে হবে? নাকি টুইটারের?” যদিও পুরোটাই মিম।

এপ্রিলের শেষ দিকে টুইটার-এলন মাস্কের দর কষাকষি নানা বাঁক-মোড়ের মধ্যে দিয়ে শেষমেশ পরিণতিতে পৌঁছয়। গোটা টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দেন মাস্ক। তাঁর ভাষায়- ‘অন্তিম এবং সেরা অফার’। টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার (ভারতীয় মুদ্রায় ৪১১৫ টাকা) দিতে রাজি হন মাস্ক। ফলে গোটা টুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকারও বেশি। মাস্কের প্রস্তাব গ্রহণ করে টুইটার। ৪৩ বিলিয়নের বদলে টুইটারের মালিক হতে চলেছেন মার্কিন ধনকুবের।

[আরও পড়ুন: শাহের রাজ্যসফরের মাঝেই কলকাতায় ‘বিজেপি কর্মী’র রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ]

এরপরই তাঁর কাছে নেটিজেনরা আবদার করে বসেন আরও নানা কিছু কেনার জন্য। ঠিক সেভাবে এবার মিমে উঠে এল মাস্কের দেবাংশু-প্রীতির কথা। টুইটে নাকি তিনি ঘোষণা করেছেন, এবার তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে কিনতে চান। দেবাংশুও তাঁকে পালটা প্রশ্ন করেছেন। এ নিয়ে আপাতত জোর চর্চা নেটমহলে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে থানার ভিতরেই মহিলাকে নগ্ন করে বেল্ট দিয়ে পেটাল পুলিশ! সাসপেন্ড দুই আধিকারিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার