সুপর্ণা মজুমদার: বাইশ গজের ক্রিকেটে কখনও কখনও বোলার এমন বাউন্সার দিয়ে ফেলেন যা ব্যাটসম্যানের মাথার বেশ কিছুটা উপর দিয়ে চলে যায়। উইকেটকিপারের হাতের নাগালেও আসে না। সোজা বাউন্ডারির বাইরে গিয়ে থামে। এমনটাই হয়েছে মধুর ভান্ডারকর পরিচালিত ‘বাবলি বাউন্সার’-এর (Babli Bouncer) ক্ষেত্রে। তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীও সিনেমাকে বাঁচাতে পারলেন না।
‘পেজ ৩’, ‘ফ্যাশন’, ‘হিরোইন’-এর মতো সিনেমায় নিজের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar)। পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার কমেডির সঙ্গে ড্রামা মিশিয়ে ‘বাবলি বাউন্সার’ তৈরি করেছেন। ছবিতে নাম ভূমিকায় তামান্না ভাটিয়া (Tamannaah)। রাজধানী দিল্লি থেকে একটু দূরে ‘বাউন্সার’দের গ্রামে জন্ম বাবলির। ছোটবেলা থেকেই পালোয়ান বাবলি। এলাকার ছেলে-ছোকরারা তাকে সমঝে চলে। এহেন বাবলি বিরাজের (অভিষেক বাজাজ) প্রেমে পড়ে। এলাকার এক অনুরাগী কুক্কুকে (সাহিল ভেদ) ফাঁসিয়ে দিল্লি যায় বাউন্সারের কাজ করতে। তবে সেখানে নিয়ে জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গী পালটে যায়।
[আরও পড়ুন: এবার দেশ রক্ষার দায়িত্বে পরিণীতি চোপড়া, ‘কোড নেম তিরঙ্গা’র টিজারে চমক দিলেন অভিনেত্রী]
নারীকেন্দ্রিক গল্প বলতে পছন্দ করেন মধুর। এবারে কমেডির উপর জোর দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সে চেষ্টা একেবারেই সফল হয়নি। বরং দুর্বল চিত্রনাট্য ও সংলাপে ভরাডুবি হয়েছে। তামান্না চেষ্টা প্রচুর করেছেন, তবে ‘বাহুবলী’র সুন্দরী নায়িকাকে পালোয়ান হিসেবে ঠিক মেনে নেওয়া যায়নি। মাঝেমধ্যে মনে হয়েছে, যেন সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে বলছেন। মধুর ভান্ডারকরের পরিচালনাতেও অযত্নের ছাপ দেখা গিয়েছে।
সব্যসাচী চক্রবর্তী, অশ্বিণী কালসেকরের মতো অভিনেতা-অভিনেত্রীকে সেভাবে ব্যবহারই করা হয়নি। সৌরভ শুক্লা পার্শ্ব-চরিত্র হয়ে রয়ে গিয়েছেন। সবমিলিয়ে একটি কথা বলা যেতে পারে, ভাগ্যিস এ সিনেমা ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সিনেমা হলে যে কী হাল হত কে জানে?
সিনেমার নাম – বাবলি বাউন্সার
অভিনয়ে – তামান্না ভাটিয়া, সৌরভ শুক্লা, অভিষেক বাজাজ, সাহিল ভেদ, সব্যসাচী চক্রবর্তী, অশ্বিণী কালসেকর
পরিচালনায় – মধুর ভান্ডারকর