shono
Advertisement
Musical Programme

বাংলা গানের প্রচারে বিশেষ উদ্যোগ, চুঁচুড়ার অনুষ্ঠানে ব্যাপক সাড়া

অনুষ্ঠান শুনে মুগ্ধ শ্রোতারা।
Published By: Sayani SenPosted: 06:19 PM May 23, 2025Updated: 06:19 PM May 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা নিয়ে লড়াই চলছে সর্বত্র। ঠিক যেমন সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে বিতর্কে জড়ান সোনু নিগম। তা নিয়ে জলঘোলা কিছু কম হয়নি। এই পরিস্থিতিতে বাংলা গানের প্রচলন বাড়ানোই লক্ষ্য। হুগলির চুঁচুড়ায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

হুগলির চুঁচুড়ায় রবীন্দ্র ভবনে গত বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তক ক্রিয়েটিভ গ্রুপের পরিচালনায় সঙ্গীত অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী শম্ভুনাথ দে-ও উপস্থিত ছিলেন। কমপক্ষে ৭০ জন শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল বাংলা গানের প্রচলন বৃদ্ধি। সে কারণে অনুষ্ঠানে সকলে বাংলা গানই গান। অনুষ্ঠানে মূলত পুরনো দিনের গানই গান শিল্পীরা। গানের মাধ্যমে যেন অতীতের স্মৃতি টাটকা হয়ে ওঠে তাঁদের। তাই অনুষ্ঠান শুনে মুগ্ধ শ্রোতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলা গানের প্রচারে বিশেষ উদ্যোগ।
  • চুঁচুড়ার অনুষ্ঠানে ব্যাপক সাড়া।
  • অনুষ্ঠান শুনে মুগ্ধ শ্রোতারা।
Advertisement