shono
Advertisement

Breaking News

Winter Skin Care Tips

ট্যাটুতে ত্বকের দফারফা! শীতে খসখসে ভাব দূর করে মাখন শরীর পাবেন কীভাবে?

ট্যাটুবিলাসীদের এই টিপস কাজে লাগবেই।
Published By: Sayani SenPosted: 06:18 PM Jan 17, 2026Updated: 06:49 PM Jan 17, 2026

শরীর সাজাতে ট্যাটু করান অনেকেই। তা হতে পারে হাতে, পায়ে কিংবা বুকে। ট্যাটুবিলাসীরা সাহসের পাশাপাশি সৌন্দর্যের জন্য প্রশংসা পান। তবে শীতে তাঁরা বেশ সমস্য়ায় পড়েন। কারণ অনেকেরই অভিযোগ, এই সময় নাকি শুষ্ক হয়ে যায় ট্যাটুর আশপাশের ত্বক। তার ফলে তা মোটেও দেখতে ভালো লাগে না। আবার অনেক সময় চুলকাতে থাকে জায়গাটি।  কারও কারও চুলকাতে চুলকাতে রক্তারক্তি কাণ্ড ঘটে। কেটে, ফেটে আরেক বিপদ। সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়। ঘরোয়া কৌশলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন ট্যাটুবিলাসীরা। জেনে নিন কীভাবে এই শীতেও পাবেন মাখনের মতো ত্বক।

Advertisement

  • মনে রাখবেন, ট্যাটুর সবচেয়ে বড় শত্রু শীত। এই সময় ট্যাটু করা জায়গায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
  • ঠান্ডা থেকে রেহাই পেতে এই সময়ে খুব বেশি গরম জলে স্নান করেন অনেকেই। তবে ট্যাটুবিলাসীরা এই কাজ করবেন না। তাতে সমস্যা আরও বাড়বে।

  • শীতপোশাকও অনেক সময় ট্যাটু বিরোধী হয়ে উঠতে পারে। ট্যাটুর উপর খুব বেশি চাপা সোয়েটার, থার্মাল পরবেন না। তাতে ত্বকে চুলকানি, জ্বালাভাবের সমস্যা হতে পারে।
  • শীতে অতিরিক্ত চুলকানির সমস্যা দেখা দিলে ট্যাটুর উপর হালকা করে ব্যান্ডেজ করে রাখুন। তাতে কিছুটা আরাম পেতে পারেন।
  • শীতকালে অনেকে সানস্ক্রিন মাখতে চান না। আপনি ট্যাটুবিলাসী হলে এই কাজ করবেন না। বাড়ির বাইরে বেরনোর সময় অবশ্যই সানস্ক্রিন মাখুন।

প্রতিদিন বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই ট্যাটু থাকা ত্বক পরিষ্কার করুন। রুটিন মেনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নিত্যদিনের এই অভ্যাসে হয়ে উঠুন আরও সুন্দর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement