সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে ফের নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস। দেশের বিভিন্ন শহরে আংশিক অথবা পূর্ণ লকডাউন ঘোষণা হয়েছে ইতিমধ্যেই। মে মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ারই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। অতএব বাইরে বেরিয়ে কেনাকাটা না করাই এখন বুদ্ধিমানের কাজ। আর সেই কথা মাথায় রেখেই ফ্লিপকার্টে ফের শুরু বিগ সেভিং ডে’জ সেল। বাড়ি বসেই অর্ডার করুন যা কিছু প্রয়োজন। আর পেয়ে যান আকর্ষণীয় ছাড়ে।
২ মে অর্থাৎ রবিবার শুরু ফ্লিপকার্ট বিগ সেভিং ডে’জ সেল (Flipkart Big Saving Days sale)। চলবে ৭ মে পর্যন্ত। এবারের সেলে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি, ব্লু-টুথ স্পিকার, হেডফোন-সহ নানা ইলেকট্রনিক পণ্যে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। আর আপনার কাছে HDFC-এর ক্রেডিট অথবা ডেভিড কার্ড থাকলে তো কথাই নেই। অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন কেনাকাটায়। ফ্লিপকার্ট প্লাস সদস্যদের জন্য অফারটি শুরু হচ্ছে শনিবার রাত ১২ বাজতেই। চলুন তাহলে চটপট দেখে নেওয়া যাক কোন কোন জিনিসে থাকছে লোভনীয় অফার।
[আরও পড়ুন: করোনা আবহে মাঝেমধ্যেই মেজাজ হারাচ্ছেন? মন ভাল রাখুন সহজ এই উপায়ে]
প্রথমেই আসা যাক স্মার্টফোনে। Samsung Galaxy F62-এর বাজার মূল্য যেখানে ২৩,৯৯৯ টাকা, সেখানে ফ্লিপকার্টে অর্ডার করলে তা পাবেন ১৭,৯৯৯ টাকায়! Samsung Galaxy F41 মডেলটি ২ হাজার টাকা কমে কিনতে পারবেন। আবার Samsung Galaxy F12 স্মার্টফোনটির দাম বাজার দরের চেয়ে ১ হাজার টাকা কম। ছাড় পাবেন Realme Narzo 30 Pro 5G, Realme X50 Pro 5G, Realme X7 Pro 5G-সহ Realme’র একাধিক মডেলে। আপনি কি আইফোন কিনতে ইচ্ছুক? তাহলে অর্ডার করুন ৭ মে’র মধ্যে। কারণ ৭ হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন iPhone 11। এমনই অবিশ্বাস্য অফার ঘোষণা করেছে ফ্লিপকার্ট।
সংস্থার তরফে জানানো হয়েছে, বিগ সেভিং ডে’জ সেলে ল্যাপটপের উপর ৪০ শতাংশ অবধি ছাড় পাবেন। আর হেডফোন অথবা স্পিকারের উপর মিলবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এখানেই শেষ নয়, বাজারের তুলনায় অনেকটাই কম দামে বাড়ি আনতে পারেন স্মার্ট টিভি, স্মার্ট লাইট কিংবা ক্যামেরা। তবে অতিমারীর কারণে দেশের সব প্রান্তের মানুষের কাছে হয়তো পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে না। পিন কোড টাইপ করে দেখে নিতে পারবেন, কোন জিনিসগুলি আপনি অর্ডার করলে ডেলিভারি পাবেন। বাড়ি বসেই শপিং করুন। সুস্থ থাকুন।