shono
Advertisement

Breaking News

রাজনীতি ছেড়ে চাকরবৃত্তি করছেন রাহুল?

দিল্লিতেই আছেন এবং নতুন জীবিকাও খুঁজে নিয়েছেন রাহুল৷ দলের সহ-সভাপতির পদের পাশাপাশি চাকরবৃত্তিও করছেন রাহুল৷ না, খবরটা শুনে চটবেন না৷ কারণ, তাঁর চাকরবৃত্তির উপর সরকারি সিলমোহরও পড়ে গিয়েছে৷
Posted: 12:04 AM May 27, 2016Updated: 06:34 PM May 26, 2016

 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই প্রকাশ্যে তেমন ভাবে দেখা যাচ্ছে না কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে৷ সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে পাঁচটি রাজ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন দলটি৷ তাও দেখা যায়নি রাহুলকে৷ শুধু সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার কথা জানিয়েছেন৷ সকলেরই প্রশ্ন ফের কি বিপাসনা কেন্দ্রে পাড়ি দিলেন তিনি? না, তিনি বিপাসনা কেন্দ্রে যাননি৷ দিল্লিতেই আছেন এবং নতুন জীবিকাও খুঁজে নিয়েছেন রাহুল৷ দলের সহ-সভাপতির পদের পাশাপাশি চাকরবৃত্তিও করছেন রাহুল৷ না, খবরটা শুনে চটবেন না৷ কারণ, তাঁর চাকরবৃত্তির উপর সরকারি সিলমোহরও পড়ে গিয়েছে৷

এমনই অভিনব ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে৷ অরুণ কুমার শর্মা নামে গাজিয়াবাদের এক ব্যক্তি সম্প্রতি ভাড়াটে তথ্য সম্বলিত ফর্ম জমা দেয় থানায়৷ সেই ফর্মে ভাড়াটের জায়গায় নাম ছিল কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর৷ এমন কী, ঠিকানাও রাহুলের নয়াদিল্লির বাসভবনের দেওয়া ছিল৷ পেশার জায়গায় লেখা ছিল চাকরবৃত্তি৷ এখানেই শেষ নয়, জমা দেওয়া ফর্মটির উপর সরকারি স্ট্যাম্পও লাগিয়ে দেয় পুলিশকর্মীরা৷ গাজিয়াবাদের ইন্দিরাপুরমের আবাসিক সংগঠন নজরে আসে ফর্মটি৷ তারপরই টনক নড়ে প্রশাসনের৷ তবে বিষয়টি সংশোধন করা হয়েছে কি না বা আদৌ দোষী ব্যক্তির বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানা যায়নি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement