shono
Advertisement

Breaking News

কলকাতার প্রেক্ষাপটে হ্যামলেটের নতুন অভিযান ‘হেমন্ত’!

এবার পরিচালক অঞ্জন দত্ত সেই একই পথে হাঁটলেন৷ হ্যামলেট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করলেন 'হেমন্ত'৷ The post কলকাতার প্রেক্ষাপটে হ্যামলেটের নতুন অভিযান ‘হেমন্ত’! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:05 PM Jul 16, 2016Updated: 03:35 PM Jul 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-কে পেয়েছিল ‘হায়দার’ রূপে৷ এবার কলকাতার প্রেক্ষাপটে হ্যামলেটকে দেখা যাবে ‘হেমন্ত’ রূপে৷ বাঙালি দর্শকের জন্য এভাবেই হ্যামলেটকে হাজির করাচ্ছেন পরিচালক অঞ্জন দত্ত৷ নাটকের মূল গল্পকে বাঙালিয়ানার মোড়কে সাজিয়ে তুলেছেন তিনি৷ সম্প্রতি মুক্তি ছিল ছবির ট্রেলার৷

Advertisement

উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক হ্যামলেট অবলম্বনে তৈরি এই ছবিতে হ্যামলেটের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে৷ এর আগেও শেক্সপিয়রের কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয়েছে এ দেশে৷ বলিউড থেকে টলিউড সর্বত্রই পরিচালকরা শেক্সপিয়রের নাটকের নানা চরিত্র অবলম্বনে সিনেমা বানিয়েছেন৷ পরিচালক বিশাল ভারদ্বাজ ‘ম্যাকবেথ’, ‘ওথেলো’ এবং ‘হ্যামলেট’ থেকে অনুপ্রাণিত হয়ে যথাক্রমে ‘মকবুল’, ‘ওমকারা’ এবং ‘হায়দার’ ছবিগুলি বানিয়েছিলেন৷ পরিচালক অপর্ণা সেনও শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে তৈরি করেছিলেন ‘আরশি নগর’৷

এবার পরিচালক অঞ্জন দত্ত সেই একই পথে হাঁটলেন৷ হ্যামলেট থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করলেন ‘হেমন্ত’৷

কলকাতার প্রেক্ষাপটে তৈরি এরই ছবিটিতে পরমব্রতর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে পায়েল সরকার, যিশু সেনগুপ্ত, গার্গী চট্টোপাধ্যায় প্রমুখদের৷ হ্যামলেটের রহস্যকে কলকাতার স্পিরিটে মিশিয়ে দিয়ে পরিচালক দর্শকদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলেন ‘টু বি অর নট টু বি’! ১ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারটি বাঙালি দর্শকের প্রত্যাশা যে বাড়িয়ে দিল তা সহজেই অনুমান করা যায়৷

The post কলকাতার প্রেক্ষাপটে হ্যামলেটের নতুন অভিযান ‘হেমন্ত’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement