সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারeবছর হাজারও কাজের চাপ৷ অফিস, মিটিং কতই না ব্যস্ততা৷ এর মাঝে আর সেভাবে শাড়ি পরা হয় না৷ কম সময়ে তৈরি হয়ে অফিস পৌঁছনোর জন্য জিন্স, টি-শার্ট, শার্টেই ভরসা রাখেন মহিলারা৷ কোনও অনুষ্ঠানে যাওয়ার জন্য কুর্তিকেই বেছে নেন অনেকে৷ কিন্তু সামনেই দুর্গাপুজো৷ বছরের এই পাঁচটা দিন নেই অফিসের ব্যস্ততা৷ তাই এই সময়ে একেবারে বাঙালি হয়ে উঠতে চান সকলেই৷ তাই তো এই পাঁচদিনের জন্য শাড়িই বেশি পছন্দ করেন অনেকেই৷ কিন্তু শাড়ি তো পরবেন বলে ঠিক করেছেন, তবে যা তা তো আর পরলেই চলবে না৷ বরং কেনাকাটির আগে জেনে নিন চলতি বছর কোনটা ফ্যাশনে ইন আর কোনটা নয়৷
[ঘরোয়া পদ্ধতিতে কোঁকড়ানো চুল চান? জেনে নিন পদ্ধতি]
চলতি বছরের নতুন ট্রেন্ড খাদি শাড়ি৷ নরম, সুতির এই শাড়িই আপাতত জয় করেছে রমণী হৃদয়৷ পুজোর পাঁচটা দিন পরার জন্য খাদির কোনও বিকল্প হতেই পারে না৷ আর পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি৷ তাই দেরি না করে ব্যাগ ভরতি করে কিনে ফেলতেই পারেন খাদি শাড়ি৷ বর্তমানে কালো, নীল এবং আকাশির কম্বিনেশনে তৈরি খাদি শাড়ি বাজার ছেয়েছে৷ উজ্জ্বল এই তিন রঙা শাড়ি আপনার আলমারিকে অন্য মাত্রা দিতে বাধ্য৷ দামও একেবারেই হাতের মুঠোয়৷ মাত্র ২৬০০টাকা খরচ করেই কিনতে পারেন এই শাড়ি৷ হলুদ ও কালো রংয়ের কম্বিনেশনে খাদি শাড়িও বিক্রি হচ্ছে দেদার৷ মাত্র হাজার টাকা খরচ করলেই আপনি পেয়ে যেতে পারেন এই শাড়ি৷ তাই দেরি না করে আজই বেড়িয়ে পড়ুন এই খাদি শাড়ির সন্ধানে৷
[এবার পুজো মাতাবে বাঁকুড়ার সোনামুখী সিল্ক]
সাদা শাড়ির কোনও তুলনা হয় না৷ যেকোনও অনুষ্ঠান, যেকোনও সময়ে আপনি এই রংয়ের শাড়ি পরতেই পারেন৷ তাই আপনার সংগ্রহে একটি সাদা খাদির শাড়ি থাকা বাধ্যতামূলক৷ সাদা রংয়ের সঙ্গে হলুদ পাড় ও পমপম লাগানো শাড়িরই বিক্রি বাড়ছে দিন দিন৷ পনেরোশো টাকা খরচ করেই আপনি সেজে উঠতে পারেন এই শাড়িতে৷ কালো, নীল ও ধূসর রংয়ের কম্বিনেশনে তৈরি খাদি শাড়িও এবার পুজোর ফ্যাশনে ইন৷ হাজার টাকা খরচ করে আপনিও কিনে ফেলতেই পারেন এই শাড়ি৷
The post পুজোর বাজার তো করছেন, ফ্যাশনে ইন কোন শাড়ি জানেন? appeared first on Sangbad Pratidin.