সুমন করাতি, হুগলি: বরের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা থাকে বরাবর। গোলাপ, রজনীগন্ধায় সাজানো হয় গাড়ি। তেমনই ছবি দেখা যায় সাবেকি ক্ষেত্রে। কিন্তু এ যে সম্পূর্ণ উলটো ঘটনা। বর গাড়িতে চড়ে বিয়ে করতে যাচ্ছেন ঠিকই। কিন্তু সেটি নিত্য যাতায়াতের কোনও বাহনই নয়। তাতে বিবাহ বাসরে যাওয়ার ভাবনা যে কারও আসতেও পারে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কোন গাড়ি? মাটি কাটার যন্ত্র, পে লোডারের সামনে বসে যাচ্ছেন বরমশাই। পাশে নিতবর হিসেবে রয়েছে একমাত্র ভাইপো ও কয়েকজন বন্ধু। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডের আগের রাতে সেই ঘটনাই দেখা গেল।
অভিনব ঘটনা এখন চর্চায় হুগলির চুঁচুড়ায়। পে লোডারের সামনে বসে বর যাচ্ছেন বিয়ে করতে। এই ঘটনা দেখে রাস্তার লোকজন হতবাক হয়েছেন। অনেকে হেসেছেন, কেউ আবার মুখ বেঁকিয়েছেন। অনেকে আবার মোবাইল বার করে ভিডিও করেছেন। তবে বরবাবাজির তাতে কোনও সমস্যা নেই। দীর্ঘ আট বছরের সম্পর্ক পূর্ণতা পাচ্ছে। চার হাত এক হচ্ছে কিছু সময় পরেই। তাই বিয়ে উপলক্ষে 'হটকে' কিছু করার পরিকল্পনা ছিল কুন্তল সাহার। সেই হিসেবে পে লোডারকেই বেছে নিলেন তিনি।
হুগলির খাদিনা মোড়ের বাসিন্দা ইউটিউবার কুন্তল। গতকাল বৃহস্পতিবার তাঁর বিয়ে ছিল। আট বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন বুনোকালীতলার পায়েল সাধুখাঁর সঙ্গে। সেই সম্পর্কই এবার বিয়েতে পূর্ণতা পেল। আর সেজন্যই বিয়ে করতে যাওয়ার এই অভিনব কৌশল নিলেন তিনি। কুন্তল বলেন, "মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আমার পরিবার বন্ধুরা আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছেন, তাঁরা আনন্দ পাচ্ছেন, এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, ডোন্ট কেয়ার।" জানা গিয়েছে, আট বছর আগের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডের দিনই দুজনের আলাপ হয়েছিল। তারপর ধীরে ধীরে সম্পর্ক ডানা মেলে।
পে লোডার নিয়ে বিয়ে করতে যাবেন। সেটি মনস্থির করার পরেই খোঁজ শুরু হয়। সুদূর মগড়ায় পে লোডারের সন্ধান পাওয়া যায়। কালবিলম্ব না করে ওই পে লোডার বায়না করে ফেলাও হয়। গতকাল নির্দিষ্ট সময় চালক পে লোডার নিয়ে চলে আসেন। নতুন কাপড় দিয়ে মাটি কাটার জায়গা মুড়ে ফেলা হয়। সেখানেই বসেন বরের সঙ্গে অন্যরা। গাড়ির বাকি অংশও কমবেশি সাজানো হয়। স্থানীয় এক প্রৌঢ় বিনয় মান্না বলেন, "শুনলাম ইউটিউবারের বিয়ে। পে লোডার করে বিয়ে করতে যাচ্ছে। শহরে আগে কোনওদিন দেখিনি। একটা অভিনব ব্যাপার। যেখান দিয়ে মাটি খোঁড়া হয়, সেখানেই বসে রয়েছে বর। আশা করি, নবদম্পতি আগামী দিন ভালোই কাটবে।" অনেকেই বলছেন, ঘোড়ার গাড়ি, পালকি, এমনকী গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু পে লোডারে চেপে, অভিনবই বটে!
