-
- ফটো গ্যালারি
- Icc odi world cup 2023 angelo mathews timed out to virat kohlis wide top 5 controversies
World Cup 2023: ম্যাথিউজের 'টাইমড আউট' থেকে বিরাটকে ওয়াইড, কাপযুদ্ধের সেরা ৫ বিতর্ক
দেখে নিন একাধিক বিতর্কিত মুহূর্ত।
Tap to expand
বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজের 'টাইমড আউট' বিতর্ক এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় বিতর্ক। সেই বিতর্কের রেশ এখনও বজায় রয়েছে।
Tap to expand
সেঞ্চুরি যাতে না পান, সেই কারণেই বিরাট কোহলিকে ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করেছিলেন নাসুম আহমেদ। এমনই গুরুতর অভিযোগ বাংলাদেশের স্পিনারের বিরুদ্ধে উঠেছিল।
Tap to expand
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন 'আম্পায়ার্স কল' ঘিরে বিতর্ক ছড়ায়। ৪৬তম ওভারের মোক্ষম সময় তাবরিজ শামসির বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিলেন হ্যারিস রউফ। তবে 'আম্পায়ার্স কল'-এর জন্য তাবরিজ শামসি বেঁচে যান। হরভজন সিং 'আম্পায়ার্স কল' আইনের তীব্র সমালোচনা করেছিলেন।
Tap to expand
বিশ্বকাপের লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। স্টেডিয়ামের ভিতরের লেজার লাইট শো নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ চলার সময়, ড্রিঙ্কস বিরতিতে দর্শকদের জন্য লেজার শোয়ের ব্যবস্থা করা হয়। এই সময় দু’হাত দিয়ে চোখ ঢেকে রেখেছিলেন 'ম্যাড ম্যাক্স'।
Tap to expand
ভারতের বিরুদ্ধে হারের পর অভাবনীয় অজুহাত খাড়া করেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর মিকি আর্থার। তাঁর দাবি ছিল করলেন যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘দিল দিল পাকিস্তান’ গান না বাজার জন্য বাবর আজমদের খেলায় প্রভাব পড়েছিল!
Tap to expand
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২৯ রান তোলে। রান তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০০ রানে জয় পায় ভারত। ১০১ বলে ৮৭ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছিলেন হিটম্যান।
Tap to expand
প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ৩৫৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৩০২ রানে জিতে যায় টিম ইন্ডিয়া। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শামি।
Tap to expand
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩২৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১২১ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট। ৩৫তম জন্মদিনে একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেছিলেন কিং কোহলি।
Tap to expand
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১০ রান তুলে দেয়। চেজ করতে নেমে ২৫০ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকার সুবাদে ম্যাচের সেরা হয়েছিলেন শ্রেয়স আইয়ার।
Tap to expand
জশপ্রীত বুমরাহ। ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন। ভারতীয়দের মধ্যে চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন বুম বুম।
Tap to expand
অ্যাডাম জাম্পা। চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট গিয়েছে তাঁর ঝুলিতে। ২২টি উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলারদের মধ্যে অন্যতম অজি লেগস্পিনার।
Published By: Sabyasachi BagchiPosted: 06:11 PM Nov 12, 2023Updated: 05:47 PM Nov 13, 2023
দেখে নিন একাধিক বিতর্কিত মুহূর্ত।