সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, আল কাদার ট্রাস্ট মামনায় শুনানি শেষ হলেও এখনও রায় ঘোষণা করেনি দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার ইমরানকে ইসলাবাদ পুলিশ লাইনে বিচারকের সামনে পাশ করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাতে পুলিশ লাইনের ওই ভবনকে এই শুনানির জন্য এককালীন বিশেষ আদালত হিসেবে ব্যবহার করা হয়। ইমরানকে আটদিনের হেফাজতে নিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের থেকে পাওয়া উপহারসামগ্রী সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন ইমরান বলে অভিযোগ। পাকিস্তানের (Pakistan) আইন অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে সমস্ত উপহার দেন, সেগুলি পাক তোষাখানায় জমা হয়। এর আগেও তোষাখানার সামগ্রী বিক্রির অভিযোগে বিদ্ধ হয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে এ নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজনৈতিক বিরোধীরাও।
[আরও পড়ুন: গাজায় অগ্নিবৃষ্টি ইজরায়েলি যুদ্ধবিমানের, নিহত তিন জেহাদি কমান্ডার-সহ ১৩]
প্রসঙ্গত, ০ বছরের পিটিআই নেতার বিরুদ্ধে সব মিলিয়ে মোট ১২১টি মামলা রুজু হয়েছে। বিশ্বাসঘাতকতা ও ধর্মের অবমাননা থেকে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ার মতো নানা অভিযোগে বিদ্ধ ইমরান।মঙ্গলবার ইমরান (Imran Khan) লাহোর থেকে ইসলামাবাদ হাই কোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের প্রবল মারধর করা হয়। তেমনটাই দাবি পিটিআইয়ের সিনিয়র নেত্রী শিরিন মাজারি।
এদিকে, এই ডামাডোলের প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে। ইমরানের গ্রেপ্তারির মহানাটকের পর দেশটিক মুদ্রার দামে ১.৩ শতাংশ পতন হয়েছে। ১ মার্কিন ডলারের তুলনায় পাকিস্তানের মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ২৮৮.৫ টাকা।