সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি নাকি রোহিত শর্মা? বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে কে দলকে নেতৃত্ব দেবেন? এনিয়ে গত বেশ কয়েকদিন ধরেই জলঘোলা চলছিল। শোনা যাচ্ছিল, বিশ্রাম দেওয়া হতে পারে কোহলিকে। সেক্ষেত্রে অধিনায়কত্ব পেতে পারেন রোহিত। আবার তিন ফরম্যাটে একই নেতা নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল। রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটাল জাতীয় নির্বাচন কমিটি। মুম্বইয়ে বৈঠকের পর জানিয়ে দেওয়া হল, তিন ফরম্যাটে কোহলির নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। প্রত্যাশা মতোই ক্যারিবিয়ান সফরে নেই মহেন্দ্র সিং ধোনি। তবে চোট সারিয়ে টেস্টে সুযোগ না পেলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন শিখর ধাওয়ান।
টানা ম্যাচ খেলায় তিন ফরম্যাটেই বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নেই বুমরাহও। শুধু দুটি টেস্টে খেলবেন তিনি। এদিকে, উইকেট কিপার ঋষভ পন্থ তিন ফরম্যাটেই দলে সুযোগ করে নিয়েছেন। তবে দল বাছাই দেখে স্পষ্ট, তরুণদের উপরই বেশি ভরসা রাখতে চাইছেন নির্বাচকরা। ক্রিস গেইলদের বিরুদ্ধে দলের উত্তরসূরিদেরই ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই কারণেই সীমিত ওভারের সিরিজে ১৫ জনের ভারতীয় দলে জায়গা পেয়েছেন, শ্রেয়াস আইয়ার, নবদীপ সাইনি, ক্রুণাল পাণ্ডিয়ারা। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহারের মতো তরুণদের। হার্দিকের অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রয়েছেন মণীশ পাণ্ডেও। তবে টি-টোয়েন্টিতে কেদার যাদবকে না রাখা অবাক করেছে অনেককেই।
[আরও পড়ুন: অনুমতি ছাড়া বিশ্বকাপে স্ত্রীকে সঙ্গে রাখার অভিযোগ, বিতর্কে টিম ইন্ডিয়ার তারকা]
এদিকে, টেস্টে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে ঠাঁই পেয়েছেন ঋদ্ধিমান সাহা। সেখানেও নির্বাচকদের প্রথম পছন্দ ঋষভ। আবার উমেশ যাদবকে সুযোগ দেওয়ায় টেস্ট দল থেকে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার। তবে পন্থকে সব ফরম্যাটে পছন্দের তালিকার শীর্ষে রেখে বিসিসিআই যেন বুঝিয়ে দিল ধোনিকে আর প্রয়োজন নেই। দলে তাঁর সময় ফুরিয়েছে।
একনজরে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দল।
দুটি টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, উমেশ যাদব
তিনটি ওয়ানডের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খালিল আহমেদ, নবদীপ সাইনি।
[আরও পড়ুন: ১৮ দিনে পাঁচটি সোনা, ইউরোপে স্বপ্নের দৌড় হিমা দাসের]
তিনটি টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ক্রুণাল পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবনেশ্বর কুমার, খালিল আহমেদ, দীপক চাহার, নবদীপ সাইনি।
The post জল্পনা উড়িয়ে ক্যারিবিয়ান সফরে অধিনায়ক কোহলিই, দলে একঝাঁক তরুণ appeared first on Sangbad Pratidin.