shono
Advertisement
Amritsar Police

ISI-কে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার! অমৃতসরে পাকড়াও দুই পাকিস্তানি চর

ইতিমধ্যেই ভারতীয় সেনা ছাউনি এবং এয়ার ফোর্স স্টেশনের একাধিক জায়গার ছবি তুলে পাকিস্তানে পাঠিয়েছে ওই দুই চর!
Published By: Gopi Krishna SamantaPosted: 01:01 PM May 04, 2025Updated: 01:01 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও আবহে পাক গুপ্তচর সন্দেহে দু’জন গ্রেপ্তার করল অমৃতসর পুলিশ। ধৃতদের নাম শের মসীহ ও সুরোজ মসীহ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার অমৃতসর থেকে এই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে অমৃতসরে থাকা ভারতীয় সেনা ছাউনি এবং এয়ার ফোর্স স্টেশনের একাধিক জায়গার ছবি তুলে পাচার করার অভিযোগ রয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকত। এবং সুযোগ বুঝে বিভিন্ন স্পর্শকাতর জায়গার ছবি তুলে পাকিস্তানে পাচার করত। দীর্ঘদিন ধরেই তারা  ওই 'চরবৃত্তি' চালিয়ে যাচ্ছিল বলেই জানতে পেরেছেন গোয়ান্দারা। আর এতেই চিন্তা বেড়েছে তদন্তকারী আধিকারিকদের।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পলক ও সুরজের সরাসরি যোগাযোগ ছিল অমৃতসর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি হরপ্রীত সিং ওরফে হ্যাপির সঙ্গে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় সেনার বহু গোপন আস্তানা এবং ঘাঁটির বিভিন্ন স্পর্শকাতর জায়গার ছবি তুলত পলক ও সুরজ। এরপর তা পাঠিয়ে দিত পাকিস্তানে। উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সন্দেহে রাজস্থান থেকে পাঠান খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়। তারপর থেকে সন্ত্রাসবাদীদের খোঁজে উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা। এই আবহে গোয়েন্দাদের সন্দেহ জঙ্গিরা দেশের আরও বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় হাই অ্যালার্ট জারি হয়েছে। এরই মধ্যে অমৃতসর থেকে দুই পাক গুপ্তচরের গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছে গোয়ান্দাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও আবহে পাক গুপ্তচর সন্দেহে দু’জন গ্রেপ্তার করল অমৃতসর পুলিশ।
  • ধৃতদের নাম শের মসীহ ও সুরোজ মসীহ।
  • গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার অমৃতসর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
Advertisement