shono
Advertisement

‘বাঙালি খেদাও’ রুখতে পদক্ষেপ মমতার, আজ বৈঠক রাজনাথের সঙ্গে

বাস্তুহারাদের স্বার্থ রক্ষায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়৷ The post ‘বাঙালি খেদাও’ রুখতে পদক্ষেপ মমতার, আজ বৈঠক রাজনাথের সঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:38 AM Jul 31, 2018Updated: 10:08 AM Jul 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়ামাত্রই ক্ষোভে ফেটে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কী করে রাতারাতি ৪০ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে তোলা যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি৷ এবার এই ইস্যুতেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন তিনি৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ মঙ্গলবারই হতে চলেছে এই বৈঠক৷

Advertisement

[ নাগরিকপঞ্জির নামে চলছে ‘বাঙালি খেদাও’, অসম ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার ]

নাগরকিপঞ্জি প্রকাশের বৈধতা নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন মমতা৷ তাঁর দাবি ছিল, অনেকের কাছে বৈধ প্রমাণপত্র থাকা সত্ত্বেও তাঁদের নাম ওঠেনি নাগরিকপঞ্জিতে৷ কারণ সেই প্রমাণে নাকি এনআরসি সন্তুষ্ট নয়৷ এর তীব্র বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো৷ তাঁর সাফ কথা, এতদিন ধরে যাঁরা দেশে আছেন, দেশের সংস্কৃতিকে আত্মস্থ করেছেন তাঁদের এমন রাতারাতি উদ্বাস্তু করে তোলা যায় না৷ তাঁর অভিযোগ, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে বিভাজন প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্র৷ এই তালিকা ‘বাঙালি খেদাও’ প্রক্রিয়ারই নবতম রূপ বলে অভিমত তাঁর৷ বাংলা ভাষাভাষি মানুষ যে পশ্চিমবঙ্গের দিকে আসতে শুরু করবেন তাও তিনি বুঝেছেন৷ গতকালই তাই কৌশলে বলেছিলেন, কেউ এলে তো তাঁকে আর তিনি ফেরাতে পারবেন না৷ তবে রাজ্যের উপর এতে যে চাপ পড়বে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তিনি৷ কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে শুধু ক্ষান্তই হননি৷ সংসদে মুলতুবি প্রস্তাবও এনেছিলেন তাঁর সাংসদরা৷ যদিও তা খারিজ হয়ে যায়৷ গতকালই দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা৷ এএনআই সূত্রে খবর, আজই রাজনাথ সিংয়ের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করবেন তিনি৷ নিজেদের ভূমিতেই যাতে রাতারাতি উদ্বাস্তু হওয়া মানুষগুলি থাকতে পারেন সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আরজি জানাবেন বলেই জানা যাচ্ছে৷ পাশাপাশি যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার সঙ্গেও দেখা করবেন তিনি৷

নাগরিকপঞ্জির বিরোধিতা করে একমাত্র মমতাই সরব হয়েছেন৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নাগরিকপঞ্জির বিরোধিতা তেমনভাবে করেননি৷ তবে পুরো প্রক্রিয়ায় যেভাবে গণ্ডগোল বেধেছে তার সমালোচনা করেছেন৷ মনে করা হচ্ছে নাগরিকপঞ্জি ইস্যু নিয়ে জাতীয় রাজনীতিতে ঝড় তুলতেই তৈরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷      

The post ‘বাঙালি খেদাও’ রুখতে পদক্ষেপ মমতার, আজ বৈঠক রাজনাথের সঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement