shono
Advertisement

১৫ এপ্রিল কি উঠে যাচ্ছে লকডাউন? জল্পনা বাড়াল যোগীর দাবি

লকডাউন পরবর্তী পদক্ষেপ নিয়ে সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। The post ১৫ এপ্রিল কি উঠে যাচ্ছে লকডাউন? জল্পনা বাড়াল যোগীর দাবি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Apr 05, 2020Updated: 04:09 PM Apr 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ এপ্রিল কি দেশজুড়ে লকডাউন সত্যি উঠে যাবে? না কি আরও বাড়বে তার সময়সীমা। তা নিয়ে দোলাচলে দেশবাসী। জল্পনার মধ্যেই নয়া ইঙ্গিত দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী বা কেন্দ্রের তরফে নয়া নির্দেশিকা জারির আগেই যোগী দাবি করলেন, ১৫ এপ্রিল দেশজুড়ে লকডাউন উঠে যাবে। তিনি এও বলেছেন, লকডাউন উঠে গেলেও বিধিনিষেধ উঠছে না।

Advertisement

তিনি জানিয়েছেন, লকডাউন উঠে গেলেও জমায়েত করতে দেওয়া হবে না। কিছুদিন আগে কেন্দ্র জানিয়েছিল, লকডাউনেন সময়সীমা বাড়ানো নিয়ে কোনও আলোচনা হয়নি। লকডাউন যে বাড়ছে না সে ইঙ্গিত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার যোগী আদিত্যনাথও বুঝিয়ে দিলেন, লকডাউনের শেষদিন ১৪ এপ্রিলই। তবে তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এটা ভাবা বড় ভুল। রবিবার নিজের বাসভবনে রাজ্যের সমস্ত সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন যোগী। সূত্রের খবর, লকডাউন প্রক্রিয়া উঠে যাওয়ার পরবর্তী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। কারণ, ১৫ এপ্রিল যোগীর দাবি মতে লকডাউন উঠে গেলে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রশাসনের সামনে।

[আরও পড়ুন: করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা, প্রাক্তন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীদের ফোন প্রধানমন্ত্রীর]

তিনি বৈঠকে জানিয়ে দিয়েছেন, লকডাউন উঠে গেলেও আগের মতো সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে হবে। কারণ, লকডাউন উঠে মানুষ আবার রাস্তায় বেরিয়ে জমায়েত করবেন বলে আশঙ্কা প্রশাসনের। সেই কারণে সাংসদ-বিধায়ক, মন্ত্রীদের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাস্তায় মানুষ আবার ভিড় করলে গোষ্ঠী সংক্রমণ আটকানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে প্রশাসনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই নেতা-মন্ত্রীদের তৈরি থাকতে বলা হয়েছে।

[আরও পড়ুন: মোদির ডাকে সাড়া, আজ রাত ৯টায় জ্বালতে দেদার বিকোচ্ছে মাটির প্রদীপ]

The post ১৫ এপ্রিল কি উঠে যাচ্ছে লকডাউন? জল্পনা বাড়াল যোগীর দাবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement