shono
Advertisement
Delhi Minister

দিল্লি হিংসা মামলায় অস্বস্তিতে বিজেপি, মন্ত্রীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতের

মন্ত্রী কপিল শর্মার বিরুদ্ধে মামলা করেন রাজধানীর যমুনা বিহার অঞ্চলের এক বাসিন্দা।
Published By: Kishore GhoshPosted: 04:39 PM Apr 01, 2025Updated: 04:41 PM Apr 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক যুগ পর রাজনৈতিক বদল হয়েছে দিল্লিতে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আপ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া কপিল শর্মা মন্ত্রী হয়েছেন। সেই কপিলের বিরুদ্ধে এবার দিল্লি হিংসা মামলায় এফআইআরের নির্দেশ দিল রাজধানীর একটি আদালত।

Advertisement

অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়ার বক্তব্য করেন, অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে তদন্ত হতে পারে। বিচারপতি মন্তব্য করেন, এটা পরিষ্কার যে হিংসাত্মক ঘটনার সময় অভিযুক্ত ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পরিবর্তী তদন্ত প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে।

মন্ত্রী কপিল শর্মার বিরুদ্ধে মামলা করেন রাজধানীর যমুনা বিহার অঞ্চলের বাসিন্দা মহম্মদ ইলিয়াস। দিল্লি পুলিশ জানিয়েছিল, উত্তরপূর্ব দিল্লির হিংসার ঘটনার সঙ্গে কপিলের কোনও যোগাযোগ নেই। এর বিরুদ্ধে আদালতে মামলা করেন ইলিয়াস। সেই মামলাতেই কপিলের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিল আদালত। বলাবাহুল্য এই নির্দেশে অস্বস্তি বাড়ল বিজেপির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অতিরিক্ত প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়ার বক্তব্য করেন, অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে।
  • দিল্লি পুলিশ জানিয়েছিল, উত্তরপূর্ব দিল্লির হিংসার ঘটনার সঙ্গে কপিলের কোনও যোগাযোগ নেই।
Advertisement