সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একটি ভিডিও বার্তায় ললিতকে বিদ্রুপ করে বলতে শোনা গিয়েছে, “ভারতের সবচেয়ে বড় পলাতক আমরা।” সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, অবাধে বিচরণ করতে থাকা দুই ‘পলাতক’কে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না? এই পরিস্থিতিতে এবার মুখ খুলল নয়াদিল্লি। জানিয়ে দিল তারা প্রতিজ্ঞাবদ্ধ, দ্রুত ললিত মোদি ও বিজয় মালিয়াকে দেশে ফেরাতে।
শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে এই নিয়ে মন্তব্য করা হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ''আমরা পলাতকদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। প্রক্রিয়াটি চালু রয়েছে। আসলে এই মামলাগুলির অনেকগুলিতেই একাধিক স্তরের আইনি প্রক্রিয়া জড়িত থাকে।''
এদিকে ললিত এবং বিজয়ের বিলাসবহুল পার্টির ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে ললিত বলেন, “চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।”
উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণায় বিদ্ধ তিনি। দেশের তদন্তকারী সংস্থাগুলি তাঁকে হাতে পেতে মরিয়া। অথচ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরছেন তিনি। জোর গলায় দাবি করছেন, তিনি চুরি করেননি। অন্যদিকে, ভারতের বাজারে হাজার হাজার কোটির দেনা রয়েছে ললিতের। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু দুই ঋণখেলাপি যেন সব নিয়মের উর্ধ্বে। গলাগলি করে ফুর্তিতেই দিন কাটাচ্ছেন তাঁরা। এবার নয়াদিল্লি মনে করিয়ে দিল, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই দেশে ফেরানো হবে তাঁদের।
