shono
Advertisement
Bengaluru

মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল! বেঙ্গালুরুর সেই বাঙালি বায়ুসেনা কর্মীর বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা

কন্নড় বানাম বহিরাগতদের বিবাদ!
Published By: Subhodeep MullickPosted: 04:45 PM Apr 22, 2025Updated: 04:45 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর রাস্তায় মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল। এবার  সেই বাঙালি বায়ুসেনা কর্মীর বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা! বাদী হামলাকারীরাই! এহেন বিচিত্র ঘটনাক্রমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, যাঁরা দেশের নিরাপত্তা রক্ষা করেন, তাঁরাই যদি নিরাপত্তাহীন, তাহলে আম জনতার কী হবে?

Advertisement

বেঙ্গালুরুর রাস্তায় তাঁকে এবং তাঁর স্ত্রীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ তুলেছিলেন বায়ুসেনার বাঙালি উইং কমান্ডার শিলাদিত্য বসু। সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার বিবরণ জানিয়েছিলেন তিনি। এর ২৪ ঘণ্টার মধ্যেই খোদ শিলাদিত্যের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশ ইতিমধ্যেই শিলাদিত্যের বিরুদ্ধে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেছে। 

ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে একাধিক সিসিটিভি ফুটেজ এসেছে বলে খবর। ফুটেজ খতিয়ে দেখে পুলিশের দাবি, হামলা দু’তরফেই হয়েছে। বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) দেবরাজ ডি জানিয়েছেন, সমাজমাধ্যমে যেমন দাবি করা হচ্ছে এটি কন্নড় বানাম বহিরাগতদের বিবাদ – আসলে তেমনটা নয়। তাঁর দাবি, গাড়ি নিয়ে রেষারেষির জেরে এই ঘটনার সূত্রপাত। প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা বাঁধে। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। দু’তরফ থেকেই হামলা করা হয়েছে।  

মঙ্গলবার এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারী বিকাশ কুমার এবং শিলাদিত্য রাস্তায় একে অপরকে আক্রমণ করছেন। এক পর্যায়ে শিলাদিত্য বিকাশের গলা টিপে ধরেন এবং শিলাদিত্যের স্ত্রী তাঁকে ছাড়ানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, শিলাদিত্য বিকাশের মুখে ঘুঁসিও মারেন।  

পুলিশি জেরায় বিকাশের দাবি, শিলাদিত্যর স্ত্রী প্রথমে তাঁকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। বিকাশ তৎক্ষণাৎ এর কারণ জানতে চান। এরপরই শুরু হয় বচসা। বিকাশের পালটা অভিযোগের ভিত্তিতেই পুলিশ শিলাদিত্যর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে।  

সোমবার বায়ুসেনার উইং কমান্ডার শিলাদিত্য সমাজমাধ্যমে একটি ভিডিওতে অভিযোগ করেন, বিকাশ বাইকে করে এসে প্রথমে তাদের গাড়ি থামান এবং তাঁদের উপর চড়াও হন। গালিগালাজের পাশাপাশি বিকাশ তাঁকে মারধরও করেন বলে অভিযোগ। এরপরই শিলাদিত্য এবং তাঁর স্ত্রী পুলিশের দ্বারস্থ হন। তাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁকে এবং তাঁর স্ত্রীকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ তুলেছিলেন বায়ুসেনার বাঙালি উইং কমান্ডার শিলদিত্য বসু।
  • সোমবার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার বিবরণ জানিয়েছিলেন তিনি।
  • এর ২৪ ঘণ্টার মধ্যেই এবার খোদ শিলাদিত্যের বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ উঠল।
Advertisement