shono
Advertisement

প্রখ্যাত গল্পকার অঙ্কিত চাড্ডার অকাল প্রয়াণ, শোকস্তব্ধ অনুরাগীরা

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনুরাগীরা।
Posted: 05:06 PM May 12, 2018Updated: 05:24 PM May 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরুণ গল্পকার অঙ্কিত চাড্ডার অকাল প্রয়াণে শোকের ঢেউ সোশ্যাল মিডিয়ায়। দেশ কাল নির্বিশেষে অনুরাগীরা প্রিয় গল্পকারের আচমকা মৃত্যুতে শোক প্রকাশ করছেন। টুইটারের পাতা ভরে উঠেছে সমবেদনা ও শোকজ্ঞাপনের বার্তায়। মাত্র একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার লেকের জলে ডুবে মৃত্যু হয়েছে এই গল্পকারের। ঘটনাস্থল মহারাষ্ট্রের পুণের কানশেত গ্রাম লাগোয়া একটি লেক। রাজধানীর বাসিন্দা অঙ্কিত পুণেতে গিয়েছিলেন পারফরম্যান্সের জন্য। বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৩০ নাগাদ বান্ধবীকে নিয়ে লেকের পাড়ে হাঁটছিলেন। দু’জনেই গল্পে মশগুল ছিলেন। আচমকাই হাঁটতে হাঁটতে লেকের জলে পড়ে যান অঙ্কিত। সাঁতার জানতেন না তিনি।কিছু বুঝে ওঠার আগেই বান্ধবী দেখেন ডুবে যাচ্ছেন গল্পকার অঙ্কিত। সাহায্যের আশায় ততক্ষণে চিৎকার শুরু করেন বান্ধবী। তবে বাসিন্দারা পৌঁছানোর আগেই ডুবে যান তরুণ গল্পকার। দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

Advertisement

[কর্ণাটকে মোদি-রাহুলের মহাযুদ্ধ, কড়া নিরাপত্তায় শুরু ভোটগ্রহণ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আচমকা জলে পড়ে যাওয়াতেই ডুবে মৃত্যু হয়েছে তরুণ গল্পকারের। ইতিমধ্যেই অঙ্কিত চাড্ডার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শিল্পীমহলে। সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানি আইনজীবী ইয়াসের লাতিফ হামদানি। তিনি বলেছেন, ‘মৃত গল্পকারের পরিবার ও বন্ধুদের আমার তরফে সমবেদনা রইল। গত মাসেই হার্ভার্ডে পারফর্ম করেছেন অঙ্কিত।ইচ্ছে থাকলেও বিশেষ কাজ পড়ে যাওয়ায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।’ সমবেদনা জানিয়েছে উর্দু ফাউন্ডেশন রেখতা।

[বয়ান বদলাতে নারাজ, নির্যাতিতাকেই একঘরে করল গ্রামবাসীরা]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার