সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১২, ২০২০ সালের পর ২০২৬! প্রায় ৬ বছর পর রবিবারে বসতে চলেছে সংসদের অধিবেশন। প্রথা বজায় রাখতে বেনজির সিদ্ধান্তের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
আসলে এ বছর ১ ফেব্রুয়ারি পড়েছে রবিবার। মোদি সরকারের রীতি অনুযায়ী, প্রতি বছর পয়লা ফেব্রুয়ারিই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সব ঠিক থাকলে এ বছরও রবিবার বাজেট পেশ হতে চলেছে। ফের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট অধিবেশন অবশ্য তার আগেই শুরু হবে। রাষ্ট্রপতির ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। তারপর রবিবার বাজেট পেশ।
সচরাচর রবিবারে সংসদের অধিবেশনের হয় না। কিন্তু মোদি সরকার বাজেট পেশ সংক্রান্ত রীতি বজায় রাখতে মরিয়া। ২০১৭ সালের আগে পর্যন্ত বাজেট পেশ হত ফেব্রুয়ারি মাসের শেষদিন। পরে মোদি সরকার রীতি বদলায়। ২০১৭ সালের পর থেকে বাজেট পেশ শুরু হয় ১ ফেব্রুয়ারি। সেই রীতি এবারও বজায় রাখা হবে। ফলে ১ ফেব্রুয়ারি রবিবার হলেও সেদিন সংসদের অধিবেশন বসবে।
রবিবারে সংসদ খোলা রাখাটা রীতিমতো বিরল। এর আগে ২০২০ সালে করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সংসদের অধিবেশন বসেছিল। তার আগে বসেছিল সেই ২০১২ সালে। সংসদের প্রথম অধিবেশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০১২ সালের ১৩ মে রবিবার বিশেষ অধিবেশন বসেছিল সংসদের। সব ঠিক থাকলে ফের রবিবার সংসদ বসতে চলেছে।
