shono
Advertisement

করোনা রোগীদের নিখরচায় প্লাজমা থেরাপির আশ্বাস ওড়িশা সরকারের

দিল্লি ও মহারাষ্ট্রের পর করোনা রোগীদের চিকিৎসার জন্য ওড়িশায় প্রথম চালু হল প্লাজমা ব্যাংক। The post করোনা রোগীদের নিখরচায় প্লাজমা থেরাপির আশ্বাস ওড়িশা সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:23 AM Jul 16, 2020Updated: 11:18 PM Jul 16, 2020

ভারতে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ জন। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯১৫ জনের। পশ্চিমবঙ্গেও মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১১৭। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে  ১,০২৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১১.১৫: দিল্লি ও মহারাষ্ট্রের পর করোনা রোগীদের চিকিৎসার জন্য ওড়িশায় প্রথম চালু হল প্লাজমা ব্যাংক। কটকের এসএসবি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাজমা ব্যাংকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।  তিনি ঘোষণা করেন, এবার থেকে করোনা রোগীরা বিনামূল্যে প্লাজমা থেরাপির সুবিধা করেন। 

রাত ৯.০৯: করোনা আক্রান্ত বিশিষ্ট লেখক-কবি-সমাজকর্মী ভারভারা রাও। ‘এলগার পরিষদ’ মামলায় নভি মুম্বইয়ের তালোজা সেন্ট্রাল জেলে ২০১৮ সাল থেকে বন্দি ৮১ বছরের এই লেখক। করোনা সংক্রমণের হাইরিস্ক ক্যাটেগরিতে রয়েছেন তিনি। কিছুদিন আগে জেলে অজ্ঞান হয়ে পড়ায় তাঁকে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কয়েক দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয়। শনিবার তাঁর আইনজীবী ও মেয়ের কাছে ফোন আসে। এরপরই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিষণ রেড্ডি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (KCR) কাছে তাঁর মুক্তি নিশ্চিত করার আবেদন করেছে ভারভারা রাওয়ের পরিবার। করোনা পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্যের কথা বিচার করে জামিনে মুক্তি দেওয়ার আরজি জানানো হয়েছিল। 

রাত ৮.৪৪: ওড়িশার গঞ্জাম, খোরদা, কটক, জজপুর জেলা এবং রউরকেলা পুররনিগমে আগামী ১৭ থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত পুরোপুরি লকডাউন জারি করল প্রশাসন।  

রাত ৮.৪০: লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

রাত ৮.১৭: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের রানিগঞ্জ পুর এলাকায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সংক্রমণ আটকাতে এবার কঠোর পদক্ষেপ নিল জেলা প্রশাসন, পুলিশ ও পুরকর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে আসানসোল পুরভবনে এক জরুরি বৈঠকের পরে মেয়র জানান, রানিগঞ্জের দু’টি ওয়ার্ড (৮৮ ও ৮৯ নম্বরে) গত কয়েকদিনে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। তাই পুলিশ, স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রানিগঞ্জের দু’টি ওয়ার্ডে পুরো লকডাউন করা হবে। আগামী শনিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সন্ধে ৭.৪৭: বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৯০ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

সন্ধে ৬.৩৪: স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ২৬ হাজার ৮২৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

সন্ধে ৬.১০: ৬ লক্ষ ৮৭ হাজার ভারতীয় বিদেশ থেকে দেশে ফিরেছেন জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। 

বিকেল ৫.৪০: ভারতে জনঘনত্বের জন্য বাড়ছে করোনা সংক্রমণ। তবে সুস্থতার হারও বেশ ভাল। দাবি এইমসের চিকিৎসকদের। 

বিকেল ৫.০০: গত চার মাসের কলকাতা পুলিশের ৬৫০ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫১২ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিকেল ৪.৪০: করোনা পরিস্থিতি নিয়ে ফের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,

  • সরকারি হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। 
  • সব সরকারি দপ্তরে প্রতি সপ্তাহে স্যানিটাইজ করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
  • ইসলামিয়া হাসপাতাল অধিগ্রহণ করছে রাজ্য সরকার। আমরি ঢাকুরিয়াও অধিগ্রহণ করার কথা। 
  • উপসর্গহীন রোগীদের জন্য আর ৩টি সেফ হোম।
  • রাজ্যের সরকারি হাসপাতালের অবস্থা ভাল সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যাচ্ছেন।
  • এনআরসে ১১০টি বেড বাড়ানো হল।
  • কেন্দ্র কী দিয়েছে? খালি হাতে তালি বাজালেই হয়ে গেল?
  • রাজ্যে কো-মরডিবিটিতে মৃত্যুর হার ৮২ শতাংশ।
  • যেখানে পরিকাঠামো নেই সেখানে যাবেন না। 
  • সরকারি অফিসে ৭০ শতাংশের বদলে ৫০ শতাংশ কর্মীরা আসবেন। ৩০ জুলাই পর্যন্ত এই নিয়ম।
  • ব্যাংকে সপ্তাহে দুদিন ছুটি দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে।
  • বেসরকারি অফিসগুলিকেও ওয়ার্ক ফ্রম হোমের আবেদন।
  • আবাসনগুলিতে বাড়ছে সংক্রমণ, সবাই নজর দিন
  • “আমার বডির মধ্যে চুল্লি বানিয়ে পুড়িয়ে দিন”, মৃতদেহ দাহ নিয়ে অশান্তিতে বিরক্ত মমতা।
  • করোনা মারাত্মক কিছু নয়। ভয় পাবেন না। সাবধানে থাকুন। 
  • করোনা রোগীর দেহ সৎকারে বাধা দেওয়া হচ্ছে।
  • কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে বাধা দেওয়া হয়েছে। 
  • আমফানের ত্রাণ নিয়ে কোথাও কোথাও সমস্যা হয়েছে। 
  • বামফ্রন্ট আমলে না পেত ত্রাণ, না পেত দান।
  • স্বপ্না বর্মণের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। 
  • কেউ কেউই ত্রাণের দুর্নীতি নিয়ে রাজনীতি করছে।
  • কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। ইউজিসির প্রথম গাইডলাইন কার্যকর করার আবেদন জানিয়েছি। 
  • রাজ্যপাল বারবার অভিযোগ করছেন, আমি তাঁর চিঠির জবাব দিই না। কিন্তু সচিবরা গিয়েছেন।
  • রাজ্যপাল পদের মর্যাদা আমি জানি। আমরা চাই রাজ্যপালও নূন্যতম সৌজন্য দেখাক।
  • গতকালই চারবার কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে। আর কতবার কথা বলব! করোনা সামলাবো, আমফান সামলাবো, নাকি কথা বলব!

দুপুর ৩.৫০: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের ১৪ জন পুরোহিত করোনা আক্রান্ত।

দুপুর ৩.৩০: ফ্রান্স আর আমেরিকা থেকে নির্দিষ্ট দিনে কিছু বিমান ভারতের তিনটি শহরে আসা-যাওয়া করবে। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। 

দুপুর ৩.০০: সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের তথ্য নিয়ে ডেটা ব্যাংক তৈরি করছে রাজস্থান সরকার। যাতে প্রয়োজনে প্লাজমা সংগ্রহ করা যায়।

দুপুর ২.১০: গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত মোটে দুজন। 

দুপুর ২.০০: ইন্দোনেশিয়া থেকে এসে দিল্লি তবলিঘি জামাতের জমায়েতে অংশ নিয়েছিলেনি। ভিসার নিয়মকানুন এমনকী মহামারী আইন না মানার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লির আদালত সেই ৯২ জামাত সদস্যকে জামিন দিল।  

দুপুর ১.৫০: রঘুনাথগঞ্জের তৃণমুল কংগ্রেস বিধায়ক মহম্মদ আকরুজ্জামান করোনা পজিটিভ। 

দুপুর ১.০০: মালদহের পুরনো ইংরেজ বাজারে কড়া লকডাউন। চলছে পুলিশি নজরদারি। 

বেল ১২.৫০: করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বিহার সরকার। সেখানে করোনা পরীক্ষার হার খুবই কম। তাই বহু মানুষের মৃত্যু হচ্ছে। এমন অভিযোগ সরব লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। 

বেলা ১২.০০: সংক্রমণ রুখতে দিল্লি থেকে কলকাতার উড়ান সাময়িক বন্ধ রয়েছে। তাই ঘুরপথেই অনেকে ফিরছেন। কোভিড পজিটিভ সেই সার্টিফিকেট নিয়েই দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতায় ফিরলেন একযাত্রী। বিমানবন্দরে যখন থার্মাল গানে পরীক্ষা করা হয়, দেখা যায় তাঁর দেহের তাপমাত্রা স্বাভাবিকই আছে। 

বেলা ১১.৪০: ফের দিল্লি এইমসে রোগীর আত্মহত্যা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন রাজমানি নামে এক রোগী। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে। কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। 

বেলা ১১.১৫: ইরানে আটকে পড়া ৪০ জন ভারতীয় মৎস্যজীবী, দেশে ফিরছেন। 

বেলা ১১.০০: দেশে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৬৩.২৪ শতাংশ। 

>

সকাল ১০.০০: কলকাতায় কমল কনটেনমেন্ট জোনের সংখ্যা। ২৮ থেকে কমে দাঁড়াল ২৪ টি। এর মধ্যে ২টি মাত্র বসতি এলাকা রয়েছে। 

সকাল ৯.২৫: ভাঙল পুরনো সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ৩২, ৬৯৫ জন। একইসময়ে মৃত্যু হয়েছে ৬০৬ জনের। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৯১৫ জন।  তবে আশা জাগাচ্ছে সুস্থতার হার। ইতিমধ্যে দেশে সেরে উঠেছেন ৬ লক্ষেরও বেশি কোভিড আক্রান্ত।

সকাল ৯.১২: পাটনা হাই কোর্ট চত্বরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হল। বিশেষ অনুমতি ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবে না। 

সকাল ৯.০০: কেরলের মালাপ্পুরমের কালিকট বিশ্ববিদ্যালয়ে তৈরি হল কোভিড চিকিৎসা কেন্দ্র। 

সকাল ৮.৩০: দ্বিতীয় ভারতীয় কোভিড ভ্যাক্সিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তৈরি। মিলল ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র।  

সকাল ৮.১৫: দিল্লি বিশ্ববিদ্যালয়ে ওপেন বুক পরীক্ষার দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। 

সকাল ৮.১০: সেপ্টেম্বরের মধ্যে দেশে আক্রান্ত হবেন ৩৫ লক্ষ মানুষ। এক সমীক্ষায় দাবি করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র আগস্টেই সংক্রমিত হতে পারেন  ১০ লক্ষ জন। 

সকাল ৮.০০: আমেরিকায় তৈরি হওয়া করোনা নিয়ন্ত্রণের ভ্যাক্সিব চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের জন্য প্রস্তুত। ২৭ জুলাই সেই পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে।

The post করোনা রোগীদের নিখরচায় প্লাজমা থেরাপির আশ্বাস ওড়িশা সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement