shono
Advertisement

দিল্লির পর উত্তরপ্রদেশে পুণ্যার্থীদের তাণ্ডব, রাস্তায় ফেলে বেধড়ক মারধর পুলিশকর্মীকে

দেখুন ভিডিও৷
Posted: 01:07 PM Aug 09, 2018Updated: 01:37 PM Aug 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির পর এবার উত্তরপ্রদেশ৷ কাঁওর যাত্রীদের তাণ্ডবে উত্তপ্ত উত্তরপ্রদেশের বুলন্দশহর৷ পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালাল পুণ্যার্থীরা৷ ওই ঘটনাই এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

Advertisement

[দিল্লিতে গাড়ি ভাঙচুর করে তাণ্ডব পুণ্যার্থীদের, ভাইরাল ভিডিও]

ঘটনাটি গত মঙ্গলবারের৷ পুলিশের গাড়ির ধাক্কায় এক পথচারী জখম হন৷ দুর্ঘটনার পরই নিজেদের হাতে আইন তুলে নেয় কাঁওর যাত্রীরা৷ রীতিমতো তাণ্ডব শুরু করে তারা৷ পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় পুণ্যার্থীরা৷ তাদের তাণ্ডবে যোগ দেয় স্থানীয় বাসিন্দারা৷ তারাও গাড়ি ভাঙচুরে হাত লাগায়৷ ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যেক পুলিশ আধিকারিক প্রাণের ভয়ে পালাতে শুরু করেন৷ কিন্তু হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি কেউই৷ অল্পবিস্তর মারধর করা হয় প্রত্যেককেই৷ তবে এক পুলিশ আধিকারিকের চোট মারাত্মক৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ লাথি, চড়, কিল ও ঘুসি বাদ যায়নি কিছুই৷ তাণ্ডবের খবর পেয়ে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে, পরিস্থিতি স্বাভাবিক হয়৷ কাঁওর যাত্রীদের ওই তাণ্ডবের ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷

[সংরক্ষণের দাবিতে ফের বনধ মুম্বইয়ে, স্তব্ধ ইন্টারনেট পরিষেবা]
[বড়সড় সাফল্য ভারতীয় সেনার, উপত্যকায় নিকেশ ৫ জঙ্গি]

কাঁওর যাত্রীদের বক্তব্য, যে পুলিশকর্মীকে মারধর করা হয়েছে, তিনি মদ্যপ ছিলেন৷ যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ বিনা কারণে আচমকাই পুলিশকর্মীদের উপর এভাবে হেনস্তা করা হয়েছে বলেই পালটা দাবি আধিকারিকের৷ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ ওই ভিডিওর সূত্র ধরে তদন্ত নেমেছেন আধিকারিকরা৷

[শতাব্দীর ধাক্কায় কাটা পড়ল ২০টি গরু, ব্যাহত ট্রেন চলাচল]

এর আগে, মঙ্গলবার বিকেলে কাঁওর যাত্রীদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মোতিনগর৷ ওইদিন বিকেলে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়৷ এরপরই রাস্তার মাঝে ওই ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালাতে শুরু করে পুণ্যার্থীরা৷ সেই সময় গাড়িতে এক মহিলা-সহ দু’জন ছিলেন৷ তারা গাড়ির ভিতর থাকাকালীনই চলে ব্যাপক ভাঙচুর৷ ভাঙচুরের পর গাড়িটি উলটে দেয় পুণ্যার্থীরা৷ এমনকী গাড়ির ভিতরে থাকা দু’জনকেও বেধড়ক মারধর করা হয়৷ কাঁওর যাত্রীদের এই তাণ্ডবের ভিডিওয় নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে৷ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সামনে দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর দেখলেও, পুলিশ তাতে বাধার চেষ্টা করেনি বলে অভিযোগ৷ ভাঙচুরের শেষ পর্বে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা৷ ততক্ষণে গাড়িটি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল৷ এই ঘটনাতেও কাঁওর যাত্রীদের বিরুদ্ধে মামলা রুজু করেছেন গাড়িমালিক৷

[আরও মহার্ঘ হচ্ছে তাজমহল দর্শন, বাড়ছে টিকিটের দাম]
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement