সংবাদ প্রতিদিন ডিজিটাস ডেস্ক: ফের এনকাউন্টার যোগীরাজ্যে। শনিবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত হয় এক দুষ্কৃতী। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির বিরুদ্ধে দিল্লি ও উত্তরপ্রদেশে একাধিক খুনের মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম সনু মটকা। সে উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। সনু দিল্লির হাশেম বাবা নামে একটি দুষ্কৃতী দলের সদস্য ছিল বলে জানা গিয়েছে। আশপাশের এলাকার ত্রাশ হয়ে উঠেছিল সে। তার বিরুদ্ধে লুটপাট, ডাকাতি, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ হাজারও অভিযোগ ছিল। একদিকে এই দুষ্কৃতীকে যেমন খুঁজছিল উত্তরপ্রদেশ পুলিশ, তেমনই দিল্লি পুলিশও তক্কে তক্কে ছিল। পলাতক সনুর মাথার দাম ৫০হাজার টাকা রেখেছিল পুলিশ।
শনিবার সনু টিপি নগর পুলিশ থানা এলাকায় রয়েছে বলে জানতে পারে পুলিশ। খবর পেয়ে যৌথ অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল স্টাস্ক ফোর্স ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। তাকে ধরতে গেলে অপরাধী পালানোর চেষ্টা করে বলে দাবি পুলিশের। সেই সময় এনকাউন্টারে মৃত্যু হয় তার। এসটিএফের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অমিতাভ যশ বলেন, "এনকাউন্টারের সময় সনু গুরুতর আহত হয়। সনুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।"