shono
Advertisement
SpiceJet

ফের মাঝআকাশে বিপত্তি! জানলার ফ্রেম খুলে গেল স্পাইসজেটের বিমানের, তারপর...

যাত্রী নিরাপত্তা নিয়ে বিমানসংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন যাত্রীরা।
Published By: Subhodeep MullickPosted: 07:44 PM Jul 02, 2025Updated: 07:44 PM Jul 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিপত্তি! এবার মাঝআকাশেই জানলার ফ্রেম খুলে স্পাইসজেটের একটি বিমানের। তারপরই উড়ানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পর বিমান বা বিমানের মধ্যে থাকা কোনও যাত্রীরই কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি।

Advertisement

জানা গিয়েছে, বুধবার বিমানটি গোয়া থেকে পুণের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝআকাশে হঠাৎই উড়ানটির একটি জানলার ফ্রেম খুলে পড়ে। এরপরই উড়ানের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাত্রীদের শান্ত করতে উঠে আসেন বিমানকর্মীরা। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। নির্ধারিত সময়েই বিমানটি গোয়া বিমানবন্দরে অবতরণ করে। তবে এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে বিমানসংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন যাত্রীরা। ভাঙা ফ্রেমটির ছবি তুলে এক যাত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পুণে যাওয়ার পথে মাঝআকাশে জানলার ফ্রেমটি আচমকা ভেঙে পড়ে। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এটা বড় প্রশ্নচিহ্ন।’

স্পাইসজেটের তরফে একটি বিবৃ্তিতে জানানো হয়, মাঝআকাশে হঠাৎই বিমানের একটি জানলার ফ্রেম ভেঙে পড়ে। তবে ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিমানের ভিতর বাতাসের চাপও স্বাভাবিক ছিল। এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তার উপর কোনও প্রভাব পড়েনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বিপত্তি!
  • এবার মাঝআকাশেই জানলার ফ্রেম খুলে স্পাইসজেটের একটি বিমানের।
  • তারপরই উড়ানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Advertisement