shono
Advertisement

দেশদ্রোহিতার অভিযোগে কাশ্মীরে বরখাস্ত ১২ জন আধিকারিক

উপত্যকায় শান্তি ফেরাতে কতটা কার্যকর হবে এই সাহসী সিদ্ধান্ত? The post দেশদ্রোহিতার অভিযোগে কাশ্মীরে বরখাস্ত ১২ জন আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Oct 20, 2016Updated: 05:07 PM Jan 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত কাশ্মীরে শান্তি ফেরাতে সাহসী সিদ্ধান্ত নিল মেহবুবা মুফতি সরকার৷ বরখাস্ত করা হল ১২ জন সরকারি আধিকারিককে৷ দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার জন্যই এই আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে৷ বুধবার রাজ্য সরকারের তরফে এই কথা ঘোষণা করা হয়৷ জানানো হয়, আরও প্রায় ১০০ আধিকারিকের উপর কড়া নজর রাখা হচ্ছে৷

Advertisement

সংঘর্ষ, বিক্ষোভ, অনুপ্রবেশ, হামলার জেরে তিন মাসেরও বেশি সময় ধরে অশান্তি বিরাজ করছে ভূস্বর্গে৷ এখনও বহু স্থানে বহাল কারফিউ৷ সেনা, আধাসেনা, বিএসএফ, পুলিশের কড়া পাহারায় কার্যত স্তব্ধ কাশ্মীরের জনজীবন৷ মুফতি সরকার বারবার বলে এসেছে, উপত্যকার গুটিকয়েক মানুষের মদতেই হিংসায় প্ররোচনা দিচ্ছে পাক মদতপুষ্ট অনুপ্রবেশকারীরা৷ সেই ভিত্তিতেই তৈরি করা হয়েছিল একটি তালিকা৷ যার ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে ১২ আধিকারিককে৷

দীর্ঘ ২৬ বছর পর এমন কড়া সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর সরকার৷ ১৯৯০ সালে রাজ্য সরকারের ৫ আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার জন্য৷

The post দেশদ্রোহিতার অভিযোগে কাশ্মীরে বরখাস্ত ১২ জন আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement