shono
Advertisement

Breaking News

কাঠফাটা গরমের দাওয়াই ঠান্ডা মকটেল, জেনে নিন বানানোর সিক্রেট

সতেজ হওয়ার চাবিকাঠি। The post কাঠফাটা গরমের দাওয়াই ঠান্ডা মকটেল, জেনে নিন বানানোর সিক্রেট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Mar 24, 2019Updated: 03:57 PM Mar 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার অনুযায়ী এখন বসন্ত ঋতু। কিন্তু রোদ ইতিমধ্যেই বেশ কড়া। গরম আরও তীব্র হওয়ার আগে জেনে নিন কিছু সহজ মকটেল বানানোর পদ্ধতি।

Advertisement

ওয়াটারমেলন স্মুদি

উপকরণ

  • দানা ছাড়া তরমুজ টুকরো করা ৩ কাপ
  • দুধ ১ কাপ (পরিবর্তে আমন্ড বা সয়া মিল্কও ব্যবহার করতে পারেন)
  • ঘরে পাতা টক দই ৩ টেবিল চামচ
  • পুদিনাপাতা
  • চিনি স্বাদমতো পরিবর্তে মেপেল সিরাপ

পদ্ধতি

তরমুজের টুকরো কম করে ২-৩ ঘণ্টা ডিপ ফ্রিজারে রাখুন। বের করে নিয়ে কয়েক টুকরো তরমুজ আলাদা করে রেখে বাকি সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিন। ওপর থেকে ফ্রোজেন তরমুজের টুকরো ছড়িয়ে দিন। তরমুজের স্লাইস সাজিয়ে নিলেই তৈরি ওয়াটারমেলন স্মুদি।

[ আরও পড়ুন: মাটনে মজে বাঙালি, রইল পাঁঠার মাংসের নতুন রেসিপি ]

ম্যাঙ্গো জুলিয়াস মকটেল

উপকরণ

  • আমের ক্বাথ বা রস ১ কাপ
  • দুধ ১/২ কাপ
  • ভ্যানিলা এক্সট্র‌্যাক্ট ১ চা চামচ
  • চিনি ২ টেবিল চামচ
  • ভ্যানিলা আইসক্রিম ১ স্কুপ
  • বরফ প্রয়োজন মতো

পদ্ধতি

সমস্ত উপকরণ ব্লেন্ডারে ভাল করে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে ওপর থেকে আমের ছোট টুকরো ছড়িয়ে পরিবেশন করুন।

কিড্‌স সাংগ্রিয়া

উপকরণ

  • কমলালেবু ১ টা
  • মুসাম্বি লেবু ১ টা
  • আপেল ২ টো
  • কালো আঙুরের রস ৩ কাপ
  • সবুজ আঙুরের রস ১ কাপ
  • ফ্রেশ অরেঞ্জ জুস ১১/২ কাপ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • স্পার্কলিং ওয়াটার ৭০০ মিলিলিটার

পদ্ধতি

কমলালেবু ও মুসাম্বি ১/২ ইঞ্চি মাপে স্লাইস করে নিন। আপেল দানা ছাড়িয়ে কুচিয়ে নিন ছোট ছোট টুকরো করে। সবুজ ও কালো আঙুর আলাদা করে ব্লেন্ডারে বা জুসারে দিয়ে জুস বের করে নিন। এবার সাংগ্রিয়া পিচারে কমলা ও মুসাম্বির একটা লেয়ার সাজান। তারওপর দিন আপেলের স্তর। এভাবে রিপিট করুন। এবার একে একে আঙুরের রস, কমলালেবুর রস, লেবুর রস ঢেলে দিন। লম্বা চামচ দিয়ে হালকা হাতে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি কম করে ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। ছোটদের পরিবেশন করার আগে পিচারে স্পার্কলিং ওয়াটার মিশিয়ে নিন।

স্লো মেল্ট পাঞ্চ

উপকরণ

  • রাস্পবেরি অথবা স্ট্রবেরি ১০-১২ টা
  • পাতা চায়ের হালকা লিকার ২ কাপ
  • চিনি স্বাদমতো
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • জল ১/২ কাপ

পদ্ধতি

আইসকিউব ট্রে-র প্রতিটা কম্পার্টমেন্টে একটা করে স্ট্রবেরি বা রাস্পবেরি রেখে তার ওপর লেবুর রস ও হাফ কাপ জলের মিশ্রণ ঢেলে বরফ জমাতে বসান। বরফ তৈরি হলে গ্লাসে দু’তিনটে কিউব দিন। চা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এবার আগে থেকে করে রাখা চা দিয়ে গ্লাসে ঢালুন।

কিউয়ি লেমোনেড স্প্রিটজার

উপকরণ

  • চিনি ৩/৪ কাপ
  • কিউয়ি ৬ টা
  • ঠান্ডা জল ১ কাপ
  • লেবুর রস ৩ টেবিল চামচ

পদ্ধতি

কিউয়ির খোসা ছাড়িয়ে চিনির সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। এবার একটা কাচের জগে জল ও লেবুর রস মেশান। এরপর তৈরি কিউয়ি পিউরি মেশান। ফ্রিজে রাখুন ৫-৬ ঘণ্টা। লম্বা গ্লাসে ঢেলে কিউয়ির ওয়েজ সাজিয়ে দিন।

[ আরও পড়ুন: প্রচারের ফাঁকে প্রার্থীর পাতে থাক এই পদগুলি, রইল রেসিপি ]

The post কাঠফাটা গরমের দাওয়াই ঠান্ডা মকটেল, জেনে নিন বানানোর সিক্রেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement