সুব্রত বিশ্বাস: রিল তৈরির নেশাতেই দেড় বছরের সন্তানকে হারিয়ে ফেলে বাবা-মা। তবে বরাতজোরে সেই সন্তানকে শেষমেশ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার বিকেলে শিয়ালদহ স্টেশনের এই ঘটনা ফের রিলের নেশার নেতিবাচক দিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা অ্যামেচার ফোটোগ্রাফার নীলেশ দিগম্বর গায়কোয়াড, স্ত্রী পল্লবী ও দেড় বছরের সন্তান তসময়কে নিয়ে গঙ্গাসাগরে এসেছিলেন। উদ্দেশ্য, মনস্কামনা পূরণের পর মানতের পুজো দেওয়া। মকরস্নান সেরে মঙ্গলবার শিয়ালদহ থেকে হাওড়া হয়ে রাতের ট্রেন নাগপুরে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে শিয়ালদহে আসার পর স্টেশনে স্বামী-স্ত্রী মিলে রিল বানানো শুরু করে। এদিকে তাঁদের দেড় বছরের শিশু সন্তান ততক্ষণে বাবা-মার সঙ্গ ছেড়ে চলে গিয়েছে। রিল বানাতে ব্যস্ত গায়কোয়াড দম্পতি বিষয়টি খেয়াল করেনি। এদিকে ভিড়ের ঠেলায় ১৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে যায় দেড় বছরের ওই শিশু। অবশেষে হুঁশ ফেরে বাবা-মায়ের। ততক্ষণে অনেক দূরে সন্তান।
এদিকে পুলিশ একা এক শিশুকে ঘুরতে দেখে থানায় নিয়ে আসে। সন্ধে ঘনাতেই বাবা-মায়ের কান্নায় হইচই শুরু হয়। যাত্রীরা বিষয়টি পুলিশকে জানানোর জন্য বলেন। এরপর থানায় গিয়ে তাঁরা তসময়কে পুলিশের সামনেই বসে থাকতে দেখেন। পুলিশ তাদের পরিচয়ের বিষয়গুলি খতিয়ে দেখে নিশ্চিত হয় সন্তান তাঁদেরই। হারানো সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেয়। নীলেশ জানিয়েছে, "কপিলমুনির কৃপাতেই সন্তানকে ফিরে পেয়েছি।"