ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে বাংলার শাসকদলের হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজ, আবাস যোজনার বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল (TMC)। দিল্লি, কলকাতায় একাধিক ধরনার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’ ডাকল তৃণমূল। আগামী ১০ মার্চ ব্রিগেড ময়দানে এই সভার কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রধান বক্তা হিসেবে থাকার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য রাখবেন তৃণমূলের শীর্ষ নেতারা।
রবিবার নিজোর সোশাল মিডিয়া (Social Media) পোস্টে ১০ তারিখ ব্রিগেডে ‘জনগর্জন সভা’র কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে লেখা – লেখা হবে। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া পেজের প্রোফাইল ছবিও বদলে ফেলা হয়েছে। ‘জনগর্জন সভা’র ছবি রেখে নিচে লেখা – ২০২৪-এর যুদ্ধ শুরু। তাতেই স্পষ্ট, ১০ মার্চ ব্রিগেডের মেগা সভা থেকেই কার্যত লোকসভা ভোটের প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। এনিয়ে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বেই ব্রিগেডে সভা হবে, ১০ মার্চ। কেন্দ্রীয় বঞ্চনা, বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে, বহিরাগত জমিদাররা অত্যাচার করেছে। এর প্রতিবাদে সভা হবে।
[আরও পড়ুন: সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে বেপরোয়া বাইকের ধাক্কা, মৃত ২]
এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের (Lok Sabha Election 2019) আগেও ব্রিগেড সমাবেশ করেছিল তৃণমূল-সহ বিজেপি বিরোধী দলগুলি। কলকাতার ‘ইউনাইটেড ইন্ডিয়া’র মেগা সভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়াও হাজির ছিলেন তিন বিরোধী মুখ্যমন্ত্রী – আপের অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, অন্ধ্রের টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডু। সেখানে মোদির বিরুদ্ধে একত্রে লড়াইয়ের অঙ্গীকার করেছিলেন সকলে। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটে ৩৫৩ আসন পেয়ে ফের দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে এনডিএ সরকার।
[আরও পড়ুন: লাগাতার হিংসায় জ্বলছে সন্দেশখালি, কী বলছেন তারকা সাংসদ নুসরত?]
তবে চব্বিশের ভোটে তৃণমূলের ইস্যু মূলত কেন্দ্রীয় বঞ্চনা। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বার বার দিল্লিতে দরবার করেছে তৃণমূল। কিন্তু কাজ হয়নি। তাই এবার সেই ইস্যুকে সামনে রেখেই লোকসভা ভোটের লড়াইয়ে নামছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল।
