shono
Advertisement
Mamata Banerjee

'আরও বাংলায় কথা বলব, ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন', হুঁশিয়ারি মমতার

মমতার দাবি, 'ভারত সরকার লুকিয়ে নোটিফিকেশন দিয়েছে, কেন্দ্রের বিজ্ঞপ্তিকে আমরা চ্যালেঞ্জ করব।'
Published By: Sayani SenPosted: 04:01 PM Jul 16, 2025Updated: 05:12 PM Jul 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্তার শিকার বহু। তার প্রতিবাদে বৃষ্টি মাথায় করে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি, "আরও বাংলায় কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন।"

Advertisement

মমতার অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির প্রসঙ্গে তিনি বলেন, “যাকেই সন্দেহ হবে জেলে নিয়ে এক মাস রেখে দিতে পারো। বিনা বিচারে এক মাস রেখে দেবেন? এটা কী! এ তো জরুরি অবস্থার থেকেও বেশি। ইন্দিরা গান্ধীকে গালাগাল দিয়ে সুপার ইমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কী করছেন? এ তো জরুরি অবস্থার থেকেও বেশি কিছু। অবৈধভাবে আইন করেছে, যে আইনের মানে বোঝে না।” তিনি আরও বলেন, "ভারত সরকার লুকিয়ে নোটিফিকেশন দিয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিকে আমরা চ্যালেঞ্জ করব।"

মমতার হুঁশিয়ারি, “আমি বাংলায় কাজ করি। বাংলার লোকে আমাকে বেছে নিয়েছেন। আমাকে বাংলায় কাজ করতে দিন। বাংলায় আমার সমস্যা করলে আমি গোটা ভারতে ঘুরব। আমাকে আপনারা আটকে রাখতে পারবেন না। আমি দেখব কতগুলি ডিটেনশন ক্যাম্পে আমাকে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়েও আমি বাংলাতেই কথা বলব। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে বাংলার মানুষও বিজেপিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে। বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো।” তিনি আরও বলেন, "আমি বিহারে শুনেছি ৩০.৫ লক্ষ ভোট বাদ দিয়ে দিয়েছে। এ সব করে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে। না হলে জিততে পারত না। দিল্লিতেও এই সব করেই জিতেছে। বিহারেও সেই পরিকল্পনা করছে। তারাও আমাদের ভাইবোন। বাংলাতেও পরিকল্পনা করছে। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না।” যদিও এনআরসি বিজ্ঞপ্তি নিয়ে গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপিশাসিত বাইরের রাজ্যে বাংলায় কথা বললেই হেনস্তার শিকার বহু।
  • তার প্রতিবাদে বৃষ্টি মাথায় করে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
  • মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ থেকে মমতার হুঁশিয়ারি, "আরও বাংলায় কথা বলব। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন।"
Advertisement