shono
Advertisement

কবে থেকে শুরু পরিষেবা? চলবে কতক্ষণ অন্তর? হাওড়া ময়দান মেট্রো নিয়ে বড় আপডেট দিল KMRCL

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো চলবে কবে থেকে?
Posted: 03:46 PM Sep 06, 2023Updated: 03:46 PM Sep 06, 2023

নব্যেন্দু হাজরা: ১২ মিনিট অন্তর চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। উভয়দিক থেকে আপাতত দু’টি রেক চলবে। বুধবার জানালেন কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব। ডিসেম্বরেই এই রুটে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে কবে? সেই উত্তরও দিয়েছেন কেএমআরসিএলের এমডি। ২০২৪ সালে জুন থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো শুরু হয়ে যাবে।

Advertisement

তবে রাজ্যের অন্যান্য রুটের মেট্রো পরিষেবা কবে চালু হবে, কেন এত শ্লথগতিতে কাজ হচ্ছে মেট্রোর? এ নিয়েও এদিন মুখ খুলেছেন কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ দ্রুত শুরু করতে চায় রেল। এই প্রকল্পের জন্য রাজ্যের কাছে অর্থ চেয়েছে কেন্দ্র। এই প্রকল্পের ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। তবে রাজ্যের তরফে এখনও কোনও আগ্রহ দেখানো হয়নি বলে সূত্রের খবর। রাজ্যের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, তারা অর্থ দিতে অপারগ। কোষাগারে টাকা নেই।

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু: কেন হাসপাতালের নাম ‘স্বপ্নদীপ’? মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে বগুলায় তুমুল বিক্ষোভ]

মেট্রোর তরফে রেলবোর্ডর কাছে পুরো প্রকল্পের অর্থের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন কেএমআরসিএলের এমডি। ৬.৫ কিমি মেট্রোরেল প্রকল্পের জন্য আনুমানিক খরচ ২৩৬৫ কোটি। এই প্রকল্পের ৫০ শতাংশ খরচ রাজ্য় বহন করুক, চায় কেএমআরসিএল।

[আরও পড়ুন: ‘ধুম থ্রি’ দেখে ভল্ট কাটতে এন্ডোস্কপি! পুরুলিয়ার ব্যাংকে চুরিতে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement