shono
Advertisement
Train

শিয়ালদহ শাখায় টানা ২৩ ঘণ্টা রেল পরিষেবায় কোপ! বাতিল কোন কোন ট্রেন?

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
Published By: Sayani SenPosted: 03:59 PM Jan 23, 2026Updated: 03:59 PM Jan 23, 2026

কাঁকুরগাছি রোড-বালিগঞ্জ সেকশনে ব্রিজের গার্ডারের কাজের জের। আগামী শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত একটানা ২৩ ঘণ্টা রেল পরিষেবায় কোপ। শিয়ালদহ মেন লাইনে বাতিল একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই শাখায় সপ্তাহান্তেও বহু মানুষ যাতায়াত করেন। তার ফলে ভোগান্তির আশঙ্কা একেবারে নেই তা নয়।

Advertisement

একনজরে দেখে নিন রবিবার বাতিল কোন কোন ট্রেন

  • ৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি
  • ৩১৪২২, ৩১৪৪২ ও ৩১৪৪৬ ডাউন নৈহাটি-শিয়ালদহ
  • ৩১৪৩১ আপ নৈহাটি-শিয়ালদহ
  • ৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট
  • ৩০৩৫৮ ডাউন মধ্যমগ্রাম-মাঝেরহাট
  • ৩৩০৬১ আপ ক্যানিং-বারাসত
  • ৩০১৫২, ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট
  • ৩০১২৩ আপ নৈহাটি-মাঝেরহাট
  • ৩০১৩৫ আপ মাঝেরহাট-রানাঘাট
  • ৩৪১৫৭ ও ৩৪১১৭ আপ বজবজ-শিয়ালদহ
  • ৩০৩২১ আপ মাঝেরহাট-হাসনাবাদ

শিয়ালদহ স্টেশনে যাত্রাপথ শেষ হবে কোন কোন ট্রেনের

  • ৩৪০৫২, ৩৪০৫৪ নৈহাটি-বজবজ
  • ৩১০৫১, ৩১০৫৫ বজবজ-নৈহাটি
  • ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ
  • ৩০১১২ বারাকপুর-বালিগঞ্জ

বারাসত স্টেশনে যাত্রাপথ শেষ হবে কোন কোন ট্রেনের

  • ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট
  • ৩০৩৬১, ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ
  • ৩৪০৬২ বনগাঁ-ক্যানিং

৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল দমদম স্টেশনে থামবে।
৩০৫৫২ সন্ধ্যা সাড়ে ৭টায় মাঝেরহাট থেকে ছাড়া বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জের মধ্যবর্তী প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
শিয়ালদহ-রানাঘাট প্যাসেঞ্জার দুপুর ৩টে ৫ মিনিটে শিয়ালদহ এবং বিকেল ৪টে ৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়বে। নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement