shono
Advertisement
Dilip Ghosh

তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ? তথাগতর খোঁচায় পালটা প্রাক্তন বিজেপি সভাপতি বললেন...

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ।
Published By: Paramita PaulPosted: 02:48 PM May 01, 2025Updated: 02:49 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ! মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ সেই রাজনীতিরই অঙ্গ! দিঘায় মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে তোপ দাগলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। প্রশ্ন তোলেন তাঁর গতিপ্রকৃতি নিয়ে। পালটা খোঁচা, অনেকে ভাবছে দিলীপ ঘোষ দল ছাড়লে পদ ফাঁকা হবে। কিন্তু দল ছেড়ে তিনি যে কোথাও যাচ্ছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন এদিন।

Advertisement

দিলীপ-রিঙ্কুর বিবাহিত জীবন নিয়ে খোঁচা মেরে তথাগত রায়ের বলেন, "নতুন বিয়ে করলে অনেকেরই মাথাটা ঘুরে যায়। তো সেই জন্য হয়তো তাঁর (দিলীপ ঘোষ) জগন্নাথদেবের প্রতি ভক্তি উথলে উঠছিল। তাই হয়তো ওই মন্দিরে গিয়েছিলেন। কিন্তু মমতার সঙ্গে একই কাউচে বসে এতো খোশ গল্পের কী আছে? এতে রাজনীতি নেই বলাটা ভন্ডামি। ১০০ শতাংশ রাজনীতি আছে।" তবে কি দিলীপের আগামী পথ তৃণমূলগামী? জবাবে তথাগত বলেন, "উনি প্রাক্তন সভাপতি ছিলেন। বর্তমানেও হয়তো হতে চাইছেন। সেটা হয়তো দল চাইছে না। তাই উনি পার্টি ছেড়ে চলে যেতে চান।" সঙ্গে সংযোজন, "প্রকাশ্যে যোগ না দিলেও হয়তো ভিতরে ভিতরে যোগ দিয়ে দিয়েছেন। মমতার সঙ্গে সাক্ষাৎ অন্তত তেমনটাই বলছে।"

পালটা দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, "যাঁর গতি নেই তিনি আমার গতিপ্রকৃতি নিয়ে কথা বলবে? আসলে অনেকে ভাবছে আমি দল ছেড়ে চলে গেলে জায়গা ফাঁকা হবে। আমার জায়গায় তাঁরা বসতে পারবেন। কিন্তু আমি দল ছাড়ছি না। কোথাও যাচ্ছি না।"

দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। সেই জল্পনা উসকে দিল তথাগত রায়ের এই মন্তব্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ! মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাৎ সেই রাজনীতিরই অঙ্গ!
  • দিঘায় মমতা-দিলীপ সাক্ষাৎ নিয়ে তোপ দাগলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।
  • পালটা খোঁচা, অনেকে ভাবছে দিলীপ ঘোষ দল ছাড়লে পদ ফাঁকা হবে।
Advertisement