shono
Advertisement
WB Assembly

প্যাকেজের বাইরে হাসপাতালে বাড়তি খরচে লাগাম টানতে তৎপর বিধানসভা! সংশোধন হতে পারে পুরনো বিল

রোগীর চিকিৎসা ও তার খরচের মধ্যে স্বচ্ছতা রাখতেই এই আইনি সংশোধন জরুরি বলে মনে করছে শাসক দল।
Published By: Paramita PaulPosted: 10:00 PM Jun 09, 2025Updated: 10:00 PM Jun 09, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: প‌্যাকেজের বাইরে ‘অ‌্যাডিশনাল কস্ট’ কেন? বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের আকাশছোঁয়া বিলে লাগাম টানতে পুরনো আইনে সংশোধনী আনতে চায় শাসক দল। তার জন‌্য বিধানসভায় আসতে পারে নতুন বিল। ক্লিনিক‌্যাল এস্টাবলিসমেন্ট নামে পুরনো আইনে সংশোধনী চাওয়ার তোড়জোর শুরু হয়েছে। মূলত রোগীর চিকিৎসা ও তার খরচের মধ্যে স্বচ্ছতা রাখতেই এই আইনি সংশোধন জরুরি বলে মনে করছে শাসক দল।

Advertisement

সম্প্রতি বেশ কিছু ক্ষেত্রে বিধায়কদের চিকিৎসার আকাশছোঁয়া বিল নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। মন্ত্রী-বিধায়কদের ডেকে এ নিয়ে নিজে সওয়াল করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ‌্যায়। তাঁদের স্বাস্থ‌্য বিলের লাগামছাড়া গ্রাফ দেখে হাসপাতাল কর্তৃপক্ষকেও ডেকে পাঠিয়েছেন স্পিকার। সূত্রের খবর, সেখানেই একাধিকবার বিষয়টি উঠে আসে। দেখা যায়, নির্দিষ্ট কোনও রোগের চিকিৎসায় যে প‌্যাকেজের কথা প্রথমে বলা হয়েছিল, তার পরও ‘অ‌্যাডিশনাল কস্ট’ বলে বাড়তি বিল করা হয়েছে। হয়তো দেড় লাখ টাকার প‌্যাকেজের কথা বলে পরে বিল গিয়ে দাঁড়িয়েছে আড়াই লাখে।

এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই আঙুল উঠেছে। যা অনেক ক্ষেত্রে 'রিইমবার্স' করতে চায়নি বিধানসভার সচিবালয়। বিষয়টি এর পরই আলোচনার মাধ‌্যমে আসে শাসক দলের পরিষদীয় দলের কাছে। তার পরই এ নিয়ে বিলে সংশোধনী আনার কথা ভাবা হয়েছে। বিলটি আনা হলে তা রাজ্যের সর্বস্তরের জনগণের কথা ভেবে আনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের আকাশছোঁয়া বিলে লাগাম টানতে পুরনো আইনে সংশোধনী আনতে চায় শাসক দল।
  • তার জন‌্য বিধানসভায় আসতে পারে নতুন বিল।
  • ক্লিনিক‌্যাল এস্টাবলিসমেন্ট নামে পুরনো আইনে সংশোধনী চাওয়ার তোড়জোর শুরু হয়েছে।
Advertisement