shono
Advertisement

দেবদেবীর ছবি আঁকা ট্যাটু রয়েছে শরীরে? নিয়ম না মানলে হতে পারে মহাবিপদ

ইচ্ছা হল আর শরীরের যেকোনও জায়গায় ট্যাটু আঁকলে চলবে না।
Posted: 09:36 PM Aug 24, 2022Updated: 09:44 PM Aug 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্যাশন দুনিয়ায় এখন ট্রেন্ডিং ট্যাটু। স্টাইল সম্পর্কে সচেতন প্রায় সকলেই আজকাল ট্যাটু করেন। ফুল, নানা নকশা কিংবা নিজের বা প্রিয়জনের নামের আদ্যক্ষর ট্যাটু হিসাবে শরীরে আঁকিয়ে ফেলেন অনেকেই। তবে কেউ কেউ আবার দেবদেবীর ছবি ট্যাটু হিসাবে শরীরে আঁকতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, শরীরে দেবদেবীর ছবির ট্যাটু (Tatoo) আঁকলে অবশ্যই কিছু নিয়ম মানা আবশ্যক। নইলে হতে পারে মহাবিপদ।

Advertisement

ইচ্ছা হল আর শরীরের যেকোনও জায়গায় ট্যাটু আঁকলে চলবে না। বিশেষত দেবদেবীর ছবি ট্যাটু করার আগে অবশ্যই সঠিক স্থান নির্বাচন করুন। স্থান নির্বাচনের মতো প্রাথমিক কাজে ভুল হলে হতে পারে মহাবিপদ।

হাতের তালু কিংবা পায়ের পাতায় এই ধরনের ট্যাটু করার কথা ভুলেও আঁকবেন না। কারণ, কারও ধর্মীয় ভাবাবেগে আপনি আঘাত দিতে পারেন না।

[আরও পড়ুন: শাড়ির সাজে হয়ে উঠুন সুন্দর, টিপস দিলেন দীপিকা-ক্যাটরিনাদের প্রিয় ড্রেপ আর্টিস্ট ডলি জৈন]

একান্ত দেবদেবীর ট্যাটু আঁকাতে চাইলে তা পিঠে কিংবা হাতে করান। না হলে জীবনে বড়সড় ক্ষতি হতে পারে।

অনেকে ওঁ কিংবা অন্য কোনও ধর্মীয় প্রতীক ট্যাটু হিসাবে শরীরে আঁকেন। ধর্মীয় প্রতীকের ট্যাটু তৈরি করতে গিয়ে আকারে কোনও ভুল হলে জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য হয়ে উঠতে পারে আপনার সঙ্গী।

অনেকেই নানা মন্ত্র ট্যাটু হিসাবে শরীরে আঁকিয়ে ফেলেন। মন্ত্র ভুল হলে লাভের বদলে ক্ষতিই বেশি। নেতিবাচক এনার্জি মানসিক চাপ তৈরি করতে পারে।

শিবের ডমরু কিংবা ত্রিশূল ট্যাটু করবেন বলে ভাবছেন? এই ভাবনাচিন্তা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন। জ্যোতিষ অনুসারে এই ধরনের ট্যাটুর ফলে আপনার জীবন হয়ে উঠতে পারে অন্ধকারময়।

জীবনে সুখস্বাচ্ছন্দ্য বজায় রাখতে চাইলে দেবদেবীর ছবি ট্যাটুতে আঁকবেন না। তার পরিবর্তে পাখির ছবি আঁকতে পারেন। তা আপনার স্বাধীনচেতা ভাবনাচিন্তার প্রতীক হয়ে উঠবে।

[আরও পড়ুন: উঁচু হিলের জুতো ছাড়াই কীভাবে লম্বা দেখাবে আপনাকে? রইল টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement