সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমে একেবারে নাজেহাল অবস্থা। ঘেমে নেয়ে একসা। আর এই সময় যদি পারফিউমের গন্ধ বেশিক্ষণ না স্থায়ী হয় তাহলে তো মহাবিপদ! ঘামের গন্ধে টেকা দায়। তাহলে উপায়?
সুগন্ধী ব্যবহার করার রয়েছে নানা নিয়ম। যা মেনে চললে, বেশিক্ষণ সময় ধরে স্থায়ী হবে পারফিউম।
১) হাতে অল্প পরিমাণ ভেজলিন নিন। বগলে, গলায় এবং হাতের কব্জিতে কিছুটা ভেজলিন মেখে নিন। তারপর সে জায়গায় পারফিউম বা বডি স্প্রে লাগান।
২) তুলোর মধ্য়ে পারফিউম স্প্রে করুন। সেই ভেজা তুলোটি অন্তর্বাসের মধ্য়ে রাখুন। দেখবেন পারফিউম অনেকক্ষণ স্থায়ী হবে।
[আরও পড়ুন: মিনিস্কার্ট তৈরি করে বদলে দিয়েছিলেন ফ্যাশনের সংজ্ঞা, ব্রিটেনে প্রয়াত কিংবদন্তি ডিজাইনার]
৩) হাতের কব্জি, ঘাড়ে এবং গলার দুপাশে স্প্রে করুন। সুগন্ধী অনেকক্ষণ স্থায়ী হবে।
৪) ফ্রিজে রাখুন পারফিউমের বোতল। ঠান্ডা পারফিউম শরীরের ছড়িয়ে নিলে বেশিক্ষণ থাকে।
৫) শরীরে সরাসরি পারফিউম স্প্রে না করে কাপড় বা তুলোয় ভিজিয়ে লাগাতে পারেন।