ফেসবুকে ভুয়ো ‘কলগার্ল’অ্যাকাউন্ট, দিনরাত উড়ো ফোনে বিরক্ত দম্পতি, দায়ের অভিযোগ

06:16 PM Mar 26, 2023 |
Advertisement

দেবব্রত মণ্ডল, বাসন্তি: গৃহবধূর ফেসবুক অ্যাকাউন্টের ছবি চুরি করে খোলা হল ভুয়ো অ্যাকাউন্ট। সেই অ্য়াকাউন্ট থেকে বহু ইউজারকে অশ্লীল মেসেজ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। এমনকী, দেহ ব্য়বসায়ী হিসেবে ওই বধূর মোবাইল নম্বর ভাইরাল করে দেওয়া হয়। যার জেরে দিনভর তাঁর কাছে ফোন আসছে। নোংরা প্রস্তাব দেওয়া হচ্ছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বধূ। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

গৄহবধুর অভিযোগ, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কেউ ছবি ডাউনলোড করেছে। আর সেই ছবি ব্যবহার করে কেউ ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে ৷ সেই অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করে, একাধিক ব্যক্তির সঙ্গে আপত্তিজনক চ্যাট করা হয়েছে। অভিযোগ, কলগার্ল হিসেবে বিভিন্ন জায়গায় ওই বধূর ছবি পাঠিয়ে তারই স্বামীর ফোন নম্বর দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: শুভেন্দুরও বিধায়ক পদ খারিজ হত, মুখ্যমন্ত্রী নিষেধ করেন! বিস্ফোরক তাপস রায়]

তারপর থেকেই ওই দম্পতির জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ৷ রাত-বিরেতে যখন তখন ফোন করা হচ্ছে ৷ ফোনে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে ৷ কুপ্রস্তাবও দেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। সেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে তারা। 

Advertising
Advertising

[আরও পড়ুন: বাম আমলে চাকরি থেকে বঞ্চিত কারা? দুর্নীতি ফাঁস করতে ‘যোগ্য’দের তালিকা বানাচ্ছে TMC]

Advertisement
Next